স্টাফ রিপোর্টার ::
যাদুকাটা নদীর তীর কেটে বালু উত্তোলনের সময় টাস্কফোর্সের বিশেষ অভিযানে ২৫ জনকে আটক করা হয়েছে। পরে তাদের বিভিন্ন মেয়াদে কারাদ- দেয়া হয়েছে। রোববার (১৫ সেপ্টেম্বর) ভোরে তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নে যাদুকাটা নদী তীরবর্তী ঘাগটিয়া ও আশপাশের এলাকায় টাস্কফোর্সের এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সুনামগঞ্জের সিনিয়র সহকারী কমিশনার (রাজস্ব) আমজাদ হোসেন। অভিযানে পুলিশ, বিজিবি, আনসার ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামস সাদাত মাহমুদ উল্লাহ বলেন, আটক ব্যক্তিদের বালু ও মাটি ব্যবস্থাপনা আইনে গ্রেপ্তার করার পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের ছয়জনকে ২১ দিনের ও ১৯ জনকে তিন মাসের কারাদ- দেওয়া হয়েছে।