স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মোহাম্মদ ইলিয়াস মিয়া। তিনি রবিবার সুনামগঞ্জ জেলার বিদায়ী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী’র কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
এসময় জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসকগণ, উপজেলা নির্বাহী অফিসারগণ, জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও সহকারী কমিশনারগণসহ সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।