সুনামকণ্ঠ ডেস্ক ::
মধ্যনগরে পৃথক দুর্ঘটনায় পানিতে ডুবে দুই শিশু এবং ছাতকে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের গোলগাঁও গ্রামে ডোবার পানিতে ডুবে দেড় বছর বয়সী তোয়ামণি নামে এক শিশু মারা যায়। সে গোলগাঁও গ্রামের রফিকুল ইসলামের মেয়ে।
অপরদিকে, উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের সাতুর গ্রামে বেলা ১১টার দিকে তাসপিয়া আক্তার (৭) নামে এক শিশু বাড়ির সামনের ডোবার পানিতে ডুবে মারা গেছে। সে সাতুর গ্রামের হবি রহমানের মেয়ে।
স্থানীয় সূত্রে জানাগেছে, শনিবার সকাল সাড়ে ৮ টার দিকে বাড়ির সামনে খেলতে গিয়ে ডোবার পানিতে পড়ে মারা যায় বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের গোলগাঁও গ্রামের দেড় বছর বয়সী শিশু তোয়ামণি। অপরদিকে সকাল ১১টার দিকে বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের সাতুর গ্রামে শিশু তাসফিয়া তার মাকে পাশের বাড়িতে খোঁজতে গিয়ে বাড়ির সামনের ডোবায় পড়ে মারা যায় সে।
অপরদিকে, ছাতকের চরমহল্লা ইউনিয়নের শাখাইতি গ্রামে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে উনায়েস আহমদ নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে শাখাইতি গ্রামের সাব্বির আহমদের পুত্র। শুক্রবার রাতে কামারখাল নদীতে মাছ ধরতে গিয়ে এ ঘটনা ঘটে। উনায়েস আহমদের জানাজা শনিবার সকাল ১০টায় শাখাইতি জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়েছে।