জামালগঞ্জ প্রতিনিধি ::
জামালগঞ্জে এক মৎস্যজীবীর বিল দখল করে প্রায় ৪ লাখ টাকার মাছ লুট করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। গত রবিবার অভিযোগটি দায়ের করেন জামালগঞ্জ উপজেলার বেহেলী ইউনিয়নের গোপালপুর গ্রামের মৃত যুগলচরণ দাসের ছেলে যুবরাজ দাস।
অভিযোগ সূত্রে জানাযায়, ১৪২৬ বাংলা থেকে ১৪৩১ বাংলা সন পর্যন্ত ইজারা নেন গোপালপুর মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেড। বিলে মাছের নিরাপদ আবাসস্থল হিসেবে প্রায় ১০ লাখ টাকার বাঁশ কাটা ফেলা হয়। দুজন পাহারাদার নিয়োগ দেয়া হয়। হঠাৎ করে গত প্রায় ৩ মাস পূর্বে থেকে শেরমস্তপুর গ্রামের নয়মুল্লাহর ছেলে ফারুক মিয়া তার ভাই ফরুক মিয়া, মৃত মাহমুদ আলীর ছেলে কামরুল ইসলাম এবং চাঁনপুর গ্রামের মৃত উমরচান বিশ্বাসের ছেলে নিতাই বিশ্বাস ও তার ছেলে বিপ্লব বিশ্বাসসহ আরো অজ্ঞাতনামা ২/৩ জনের সাথে জলমহাল নিয়ে বিরোধ চলে আসছে। বিরোধের এক পর্যায়ে উল্লেখিত লোকজন ইজারাদারদের গালাগালি করে। এতে কেউ হস্তক্ষেপ করতে চাইলে তাদেরকেও গালমন্দ করে। তাছাড়া একাধিক দিন বিল থেকে মাছ আহরণ করে। সর্বশেষ গত ৮ সেপ্টেম্বর বিবাদীরা সন্ধ্যার দিকে দলবল নিয়ে বিলে নেমে আনুমানিক প্রায় ৪ লাখ টাকার মাছ ধরে নিয়ে যায়। এতে বাধা দিলে তারা দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায় এবং ঘটনাস্থলে বেধড়ক মেরে জখম করেছে। এছাড়াও হামলাকারীরা হত্যার হুমকি দিয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
এ ব্যাপারে জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলীপ কুমার দাস জানান, এ বিষয়ে থানায় একটি অভিযোগ নিয়ে এসেছিল। যেহেতু এটি ভূমি সংক্রান্ত তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়ের কাছে তাদেরকে যেতে বলা হয়েছে।