স্টাফ রিপোর্টার ::
জামালগঞ্জে থানা পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী এমদাদুল হককে গ্রেফতার করা হয়েছে। সে সদর ইউনিয়নের নয়াহালট পশ্চিমপাড়া গ্রামের মৃত চাঁন মানিকের ছেলে।
রবিবার ভোরে জামালগঞ্জ সদর ইউনিয়নের শাহপুর গ্রামের পাকা রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বন্দে আলীর নির্দেশনায় থানার এসআই পঙ্কজ ঘোষ ও এএসআই গোলাম কিবরিয়ার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স তাকে গ্রেফতার করে। এ সময় এমদাদুল হকের দেহ তল্লাশী করে পলিথিনে মোড়ানো ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করে যে, তিনি ইয়াবা বিক্রির উদ্দেশ্যে মাদক নিজের হেফাজতে রেখেছিলেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ৩৬ (১) ধারায় মামলা দায়ের করা হয়েছে।
এ ব্যাপারে জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বন্দে আলী জানান, গ্রেফতারকৃত আসামিকে কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মাদক চোরাচালান ও বিক্রির বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। এধরনের অভিযান সবসময় অব্যাহত থাকবে।
জামালগঞ্জে থানা পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী এমদাদুল হককে গ্রেফতার করা হয়েছে। সে সদর ইউনিয়নের নয়াহালট পশ্চিমপাড়া গ্রামের মৃত চাঁন মানিকের ছেলে।
রবিবার ভোরে জামালগঞ্জ সদর ইউনিয়নের শাহপুর গ্রামের পাকা রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বন্দে আলীর নির্দেশনায় থানার এসআই পঙ্কজ ঘোষ ও এএসআই গোলাম কিবরিয়ার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স তাকে গ্রেফতার করে। এ সময় এমদাদুল হকের দেহ তল্লাশী করে পলিথিনে মোড়ানো ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করে যে, তিনি ইয়াবা বিক্রির উদ্দেশ্যে মাদক নিজের হেফাজতে রেখেছিলেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ৩৬ (১) ধারায় মামলা দায়ের করা হয়েছে।
এ ব্যাপারে জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বন্দে আলী জানান, গ্রেফতারকৃত আসামিকে কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মাদক চোরাচালান ও বিক্রির বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। এধরনের অভিযান সবসময় অব্যাহত থাকবে।