এখনও গঠন হয়নি চার শতাধিক পিআইসি

আপলোড সময় : ১৬-১২-২০২৫ ০৯:৫১:৫৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৬-১২-২০২৫ ০৯:৫১:৫৪ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের হাওরে ফসলরক্ষা বাঁধের কাজের উদ্বোধন করেছে প্রশাসন। আগামী ২৮ ফেব্রুয়ারি ছোট বড়ো ৪২টি হাওরের ৬০০ কিলোমিটার বাঁধের কাজ সম্পন্ন করার কথা। তবে সার্ভেতে বিলম্ব ও পিআইসি গঠনে বিলম্ব হওয়ার কারণে এবারও নির্ধারিত সময়ে বাঁধের কাজ শেষ করা যাবেনা বলে জানিয়েছেন কৃষকরা। এতে আগাম বন্যায় হাওরের ফসল ঝুঁকিতে পড়ার আশঙ্কা করছেন তারা। সংশ্লিষ্টরা মাত্র ১০০ পিআইসি (প্রকল্প বাস্তবায়ন কমিটি) গঠিত হওয়ার কথা বললেও এখনো চার শতাধিক পিআইসি গঠিত হয়নি। ১০০ পিআইসির মধ্যে প্রতি উপজেলায় একটি করে পিআইসি কাজের উদ্বোধন করেছে মঙ্গলবার। মঙ্গলবার নিয়মরক্ষার ফসলরক্ষা বাঁধের কাজ উদ্বোধন করা হয়েছে বলে মনে করেন হাওর আন্দোলনে যুক্ত সংশ্লিষ্টরা। সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, চলতি মওসুমে জেলার ৪২টি হাওরের ১ হাজার ১১১ কিলোমিটার বেড়িবাঁধ সার্ভে করে প্রায় ৬০০ কিলোমিটার বাঁধ নির্মাণ ও সংস্কারের সিদ্ধান্ত হয়েছে। প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) গঠন করে ১৫ ডিসেম্বর সব প্রকল্পের কাজ শুরু করার কথা থাকলেও প্রতিটি উপজেলায় কাজ শুরু দেখাতে একটি করে প্রকল্পের কাজ উদ্বোধন করা হয়েছে ১৫ ডিসেম্বর। শতাধিক প্রকল্প অনুমোদন দেওয়া হলেও এখনো ১শ পিআইসি গঠিত হয়নি। যার ফলে কাজে বিলম্ব হচ্ছে বলে জানিয়েছেন কৃষকরা। চলতি বছর ১০৩ কোটি টাকা ব্যয়ে প্রায় ৬০০ কিলোমিটার বাঁধ নির্মাণে প্রায় ৫ শতাধিক পিআইসি গঠন করা হবে। সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে কাজ শুরু করার ডেটলাইন ১৫ ডিসেম্বর প্রতিটি উপজেলায় তড়িঘড়ি করে একটি করে প্রকল্পে কাজ শুরু হয়েছে। বাকিগুলোর কাজ কবে শুরু হবে স্পষ্ট বলতে পারেননি সংশ্লিষ্টরা। জেলার হাওরে চলতি বছর ২ লক্ষ ২৩ হাজার ৫০৫ হেক্টর জমিতে বোরো আবাদ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গত ৫ নভেম্বর থেকে সার্ভে শুরু হলেও পানি বিলম্বে নামছে এই অজুহাতে বাঁধের সার্ভে (প্রিওয়ার্ক) করতে দেরি হয়ে যায়। যার ফলে পিআইসি গঠন ও অনুমোদনেও বিলম্ব হচ্ছে। সুনামগঞ্জ কৃষক আন্দোলনের নেতা সাইফুল আলম সদরুল বলেন, হাওরের ফসলরক্ষা বাঁধের সার্ভে থেকে শুরু করে প্রকল্প অনুমোদন ও গ্রহণেও নানা অনিয়ম হয়। যত্রতত্র বাঁধের প্রকল্প গ্রহণ করায় সময় নষ্ট হয়। যাতে কাজ যথাসময়ে শুরু করা যায়না। যার ফলে বোরো ফসল রক্ষা বাঁধ পাহাড়ি ঢলের ঝুঁকিতে পড়ে। এবারও ডেটলাইনে লোকদেখানো কাজ শুরু হয়েছে। দ্রুত পিআইসি গঠন করে সব বাঁধের কাজ শুরু না হলে মার্চ মাসের আগে কাজ শেষ করা যাবেনা বলে জানান তিনি। হাওরের ফসলরক্ষা বাঁধ নির্মাণ মনিটরিং কমিটির সদস্যসচিব ও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বলেন, পানি বিলম্বে নামার কারণে সার্ভে করতে বিলম্ব হয়েছে এবং বাঁধের কাজ শুরু করতেও বিলম্ব হচ্ছে। তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী প্রতিটি উপজেলায় আমরা বাঁধের কাজের উদ্বোধন করেছি। প্রায় ১০০টি পিআইসি গঠন করে কাজ শুরুর পর্যায়ে রয়েছে বলে জানান তিনি।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com