স্টাফ রিপোর্টার ::
মহান বিজয় দিবস উপলক্ষে শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির উদ্যোগে শিশু শিক্ষার্থীদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে লাইব্রেরি মিলনায়তনে এই প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়। এতে দুটি গ্রুপে শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী অংশ নেয়। দুটি গ্রুপে ১৬জনকে পুরস্কার প্রদান করা হয়।
লাইব্রেরির সহসভাপতি লেখক সুখেন্দু সেন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। লাইব্রেরির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খলিল রহমানের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন কবি ও লেখক ইকবাল কাগজী, লাইব্রেরির কোষাধ্যক্ষ অ্যাডভোকেট মাহবুবুল হাছান শাহীন, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) সিলেট বিভাগীয় সমন্বয়ক অ্যাডভোকেট শাহ শাহেদা আক্তার, সহকারী লাইব্রেরিয়ান আকিক জাবেদ।