‎আল আকসা কিন্ডারগার্টেনের বার্ষিক ফলাফল ঘোষণা

আপলোড সময় : ১৪-১২-২০২৫ ০৯:০৬:০৯ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-১২-২০২৫ ০৯:০৮:২১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত জাতীয় পাঠ্যক্রম সিলেবাস ও ইসলামী শিক্ষার সমন্বয়ে আধুনিক মানসম্মত প্রাথমিক শিক্ষার প্রতিশ্রুতি নিয়ে চালু হওয়া ঐতিহ্যবাহী আল-আকসা কিন্ডারগার্টেনের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ‎
রবিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত ফলাফল ঘোষনা অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকবৃন্দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সুশৃঙ্খল পরিবেশে এক আনন্দঘন ও বরকতময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ‎অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত ও দোয়ার মাধ্যমে কার্যক্রমের সূচনা করা হয়। পরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বার্ষিক পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।
অনুষ্ঠানে প্রধান শিক্ষক মাওলানা আলীখান এর সভাপতিত্বে ও শিক্ষক মুখতার আহমদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামিক ফাউন্ডেশনের সুনামগঞ্জ জেলা শাখার উপ-পরিচালক কৃষিবিদ মোহাম্মদ মোশাররফ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মো. আওলাদ হোসাইন, মাওলানা আশরাফ উদ্দিন, তানযিমুল উম্মাহ মাদ্রাসার মুহতামিম হাফেজ হাসান মাহমুদ ও মাওলানা আসআআদ আহমদ। ‎ ‎
এসময় অভিভাবক সমাবেশে কুরআন ও সুন্নাহভিত্তিক শিক্ষা, শালীনতা ও ইসলামী আদর্শ গঠনে প্রতিষ্ঠানের ভূমিকার কথা তুলে ধরে প্রতিষ্ঠানের পরিচালক মাওলানা জহিরুল ইসলাম বলেন, শিশুদের দীনি ও দুনিয়াবি শিক্ষার সমন্বয়, নামাজ ও আদব-কায়দা চর্চা, নৈতিক চরিত্র গঠন এবং অভিভাবক শিক্ষক পারস্পরিক সহযোগিতার গুরুত্ব নিয়ে পাঠদান করা হয়। ‎এসময় অভিভাবকরা ইসলামী পরিবেশে শিশুদের শিক্ষা গ্রহণে সন্তোষ প্রকাশ করেন এবং বিদ্যালয় কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানান। ‎
অনুষ্ঠানের শেষপর্বে কৃতী শিক্ষার্থীদের হাতে পরীক্ষার ফলাফল ও প্রশংসাপত্র তুলে দেওয়া হয়। শিশুদের মুখে আনন্দের হাসি ও অভিভাবকদের তৃপ্তি পুরো আয়োজনকে আরও অর্থবহ করে তোলে।
‎বিদ্যালয় কর্তৃপক্ষ জানান, আল আকসা ইসলামী কিন্ডারগার্টেন ভবিষ্যৎ প্রজন্মকে আদর্শ মুসলিম হিসেবে গড়ে তুলতে ইসলামী মূল্যবোধ ও জবাবদিহিমূলক মানসম্মত শিক্ষা প্রদানে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ‎

এসময় অভিভাবকদের মধ্যে উপস্থিত ছিলেন, আব্দুল ওয়াহাব, জয়নাল আবেদিন, মাওলানা নূর মোহাম্মদ মাসুম, মিজানুর রহমান, মোঃ মনির হোসেন, মোঃ আব্দুল, মোঃ শাহীন।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com