স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জের ইকবালনগরের কুয়েত প্রবাসী এক নারী তার স্বামী ও সৎ ছেলের বিরুদ্ধে জমি দখলসহ প্রাণনাশের হুমকির অভিযোগ করেছেন। এ অভিযোগ জানাতে তিনি শুক্রবার বিকেল ৩টায় সুনামগঞ্জ পৌর মার্কেটের দ্বিতীয় তলায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মহিলা ছাফা মোহাম্মদ জানান, তিনি দীর্ঘদিন কুয়েতে থাকার পর তিন মাস আগে দেশে ফেরেন। দেশে ফিরে সুনামগঞ্জ পৌরসভার ৯ নং ওয়ার্ডের ইকবালনগর সংলগ্ন ভার্ড চক্ষু হাসপাতালের দক্ষিণ পাশে নিজ নামে থাকা জমির বসতবাড়িটি মেরামতের উদ্যোগ নিলে স্বামী মো. সুহেল মিয়া, তার প্রথম স্ত্রীর ছেলে মো. খোকন মিয়া এবং বাড়ির কেয়ারটেকার মিলে তাকে বাধা দেন এবং প্রাণে হত্যার হুমকি প্রদান করেন।
তিনি অভিযোগ করে বলেন, গত ১০ ডিসেম্বর তিনি বাড়ির মেরামত কাজ দেখতে গেলে স্বামী ও সৎ ছেলে মিলে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। পরে তাকে জোরপূর্বক সিএনজিতে করে তাদের বাসায় নিয়ে গিয়ে ৫-৬ ঘণ্টা শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়। এসময় তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাঠিপেটা করে গুরুতর জখম করা হয়। এরপর মামলা করলে প্রাণে হত্যার হুমকি দেওয়া হয়। পরে তার ভাতিজা তছকির আলী তাকে উদ্ধার করে নিয়ে আসেন।
তিনি আরও জানান, নিজের নিরাপত্তার কথা বিবেচনা করে তিনি সুনামগঞ্জ সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। কিন্তু এরপরও স্বামী ও সৎ ছেলে আরও ক্ষিপ্ত হয়ে তাকে জমি তাদের নামে দলিল করে দেওয়ার জন্য চাপ প্রয়োগ করছেন। এরই মধ্যে নিজের ৯৫ শতক জমির মধ্যে ৩০ শতক তিনি সৎ ছেলেকে দিয়েছেন বলেও জানান ভুক্তভোগী। তারপরও তারা আরও ৩০ শতক জমি দখলে নেওয়ার চেষ্টা করছেন এবং নিয়মিত প্রাণনাশের হুমকি দিচ্ছেন।
নিজের জমি ও জীবনের নিরাপত্তা চেয়ে তিনি প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন এবং সাংবাদিকদের সহযোগিতা চান। সংবাদ সম্মেলনে ছাফা মোহাম্মদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন তার ভাইয়ের মেয়ে রুনা বেগম।