স্টাফ রিপোর্টার ::
তাহিরপুরের আঙ্গারুলি হাওরের ফসল পাহাড়ি ঢল, বৃষ্টির ডুবরা পানি থেকে রক্ষা ও ফসল ঘরে তোলার রাস্তা হিসাবে ক¤পার্টমেন্টাল বাঁধটি মেরামতের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে বালিজুড়ী ইউনিয়ন আঙ্গারুলি হাওরে অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন গ্রামের কৃষকগণ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন মোশাররফ তালুকদার, আজিজুর রহমান, নুরুজ্জামান তালুকদার, হুমায়ুন রশিদ, মাহমুদ আলী, স্থানীয় মেম্বার খলিলুর রহমান, আব্দুল কাইয়ুম, সাইকুল, ইসলাম উদ্দিন, সিরাজ, কামরুল, আশরাফ নুর, মারুফ প্রমুখ।
বক্তারা বলেন, এক ফসলী বোরো ধানের উপর নির্ভরশীল হাজার হাজার কৃষক প্রতি বছরেই বাঁধটি মেরামত না হওয়ার কারণে কষ্টে ফলানো ফসল ঘরে তুলতে পারে না। আগাম পাহাড়ি ঢলে ফসলহানির ঘটে। দীর্ঘদিন ধরে বার বার প্রশাসনের কাছে দাবি জানানেও কোনো পদক্ষেপ নেয়া হচ্ছে না। এবছরও এই বাঁধটি না হলে ৮-৯ শত কিয়ার বোরো জমির ফসলহানির আশঙ্কা রয়েছে।