স্টাফ রিপোর্টার ::
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৪ (সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর) আসনে ধানের শীষ প্রতীকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী একাধিক প্রার্থী ছিলেন। এর মধ্যে গত ৪ ডিসেম্বর বৃহ¯পতিবার বিকেলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নূরুল ইসলাম নূরুলকে ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে ঘোষণা দেন।
নির্বাচনী কার্যক্রমের ধারাবাহিকতায় সোমবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবুল মনসুর মোহাম্মদ শওকতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সুনামগঞ্জ-৪ আসনের ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট নূরুল ইসলাম নূরুল। সাক্ষাৎকালে অ্যাডভোকেট নূরুল ইসলাম নূরুলসহ উপস্থিত জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে আবুল মনসুর মোহাম্মদ শওকতের সার্বিক সহযোগিতা কামনা করেন। এ সময় দলীয় ঐক্য ও সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় করে নির্বাচনী মাঠে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।