বালু লুট বন্ধে ধোপাজানে চেকপোস্ট বসানো হবে

আপলোড সময় : ০২-১২-২০২৫ ০৩:১০:৪৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ০২-১২-২০২৫ ০৩:১০:৪৬ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: বালু লুট বন্ধে ধোপাজান-চলতি নদে চেকপোস্ট বসানো হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার এবিএম জাকির হোসেন। তিনি বলেন, কোনো অবস্থায় বালু লুট করতে দেওয়া হবে না। বালু লুটের দায়ে একটা মামলা ইতিমধ্যে হয়েছে, আরেকটা মামলা হবে। আমরা যতদ্রুত সম্ভব জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিবো। সোমবার (১ ডিসেম্বর) বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। এ সময় পুলিশ সুপার জাকির হোসেন আরও বলেন, সুনামগঞ্জ যেহেতু সীমান্তবর্তী জেলা সেই হিসেবে সাংবাদিকরা বলছেন এখানে মাদকের ছড়াছড়ি আছে। আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই মাদক কারবারিদের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করবো। এদের সাথে যদি পুলিশের কোনো সদস্যও চলাফেরা করে কিংবা মেলামেশা করে তাহলে তাদের একটা ছবি তুলে হোয়াটসঅ্যাপে দিন, দেখুন তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেই কি-না। কোন অবস্থায় মাদক কিংবা চোরাকারবারিদের ছাড় দেওয়া হবে না। পুলিশ সুপার বলেন, সুনামগঞ্জের সুনাম আছে। আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এ জেলার সুনাম ধরে রাখতে চাই। সেজন্য যেকোনো ভালো কাজে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমি এই জেলার এসেছি আপনাদের সেবা দেওয়ার জন্য। সুনামগঞ্জের সুনাম নিয়েই যেন ফিরে যেতে পারি সেজন্য আপনাদের সহযোগিতা চাই। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন দৈনিক সুনামগঞ্জের ডাক সম্পাদক ও প্রকাশক এবং সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ (অব.) মো. শেরগুল আহমেদ, দৈনিক সুনামগঞ্জের খবরের স¤পাদক ও প্রকাশক পঙ্কজ কান্তি দে, সাংবাদিক খলিল রহমান, মাহবুবুর রহমান পীর, জসিম উদ্দিন, মাসুম হেলাল, এ আর জুয়েল, শহীদনূর আহমেদ, মেহেদী হাসান প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) রাকিবুল হাসান রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস রঞ্জন ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ জাকির হোসাইন, পুলিশ পরিদর্শক (ডিআইও-১, ডিএসবি) মো. আজিজুর রহমান, সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল কালাম প্রমুখ।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com