সাজ্জাদ হোসেন শাহ ::
সুনামগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) মাদক মাদকবিরোধী অভিযান পরিচালনা করে পৌর শহরের দক্ষিণ আরপিননগরের বাসিন্দা ১৬ মামলার পলাতক আসামি আসাদুজ্জামান ওরফে পঙ্কজের বসতঘর থেকে ১২৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে।
জেলা পুলিশের মিডিয়া সেল সূত্রে জানাযায়, গত রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের এসআই মো. সাব্বির আহসানের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি দল পৌর শহরের দক্ষিণ আরপিননগরে পঙ্কজর বাসায় অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পঙ্কজ কৌশলে পালিয়ে যায়। পরে তার নিজ শয়নকক্ষে তল্লাশি করে ১২৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।
জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক আহাম্মদ উল্লাহ ভুঁইয়া বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, আসাদুজ্জামান ওরফে পঙ্কজকে পলাতক আসামি করে, সুনামগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সুপার এবিএম জাকির হোসেন (পিপিএম) বলেন, আমি সুনামগঞ্জে এসেছি মাত্র একদিন হয়েছে। আমি আসার পূর্বেই সুনামগঞ্জের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে নানা মাধ্যমে জেনেছি। শুধু তাই নয়, এই সুনামগঞ্জের উন্নয়ন, সম্ভাবনা ও অপরাধ জগৎ সম্পর্কে খোঁজ নিয়েছি। সম্প্রীতির জেলা সুনামগঞ্জে মাদকের ছোবলের খবর জেনে আমি মর্মাহত হয়েছি। এরপরই আমার সকল থানার ওসিদের মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করার সর্বোচ্চ নির্দেশনা প্রদান করেছি। সাড়ে ১২শ’ পিস ইয়াবা উদ্ধার এটি তারই অংশ। তবে পুলিশের একার পক্ষে অপরাধ নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এ জন্য জেলাবাসীর কাছে আমি প্রয়োজনীয় সহযোগিতা প্রত্যাশা করছি।