ভাটির জনপদের উন্নয়নে নিজেকে উৎসর্গ করব : তোফায়েল আহমেদ খান

আপলোড সময় : ০২-১২-২০২৫ ০২:৫৩:৩১ পূর্বাহ্ন , আপডেট সময় : ০২-১২-২০২৫ ০২:৫৩:৩১ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: জেলা জামায়াতের আমির ও সুনামগঞ্জ-১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমেদ খান বলেছেন, গত ১৬ বছর দেশে স্বৈরশাসন চলেছে। গুম, খুন, সন্ত্রাস, আলেম-ওলামাদের হত্যা, বিরোধী দলগুলোকে দমন, নিপীড়ন করা এবং স্বাধীন বাংলাদেশের টাকা বিশ্বের নানা দেশে পাচার করাই ছিল তাদের লক্ষ্য ও উদ্দেশ্য। তবে আমি একটা কথাই বলতে আজ আপনাদের কাছে এসেছি। আমি কিন্তু আমাদেরই সন্তান। আমার জন্ম এই বাদাঘাটের পার্শ্ববর্তী ঐতিহ্যবাহী বড়দল গ্রামে। আজ অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে বলতে হচ্ছে, আমাদের জোট সরকারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ জীবন-মরণের সন্ধিক্ষণে। উনার জন্য দোয়া প্রার্থনা করছি। আপনারা সকলেই উনার জন্য মহান সৃষ্টিকর্তার কাছে দোয়া করবেন। উনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন। তিনি আরও বলেন, আজ আমার প্রতি আপনাদের ভালোবাসা দেখে আমি অভিভূত। আপনাদের এই ঋণ কোনো দিনও শোধ করার মতো নয়। তবে আমি কথা দিচ্ছি, আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করলে, এই অবহেলিত, অনুন্নত ভাটির জনপদের উন্নয়নের স্বার্থে নিজেকে উৎসর্গ করব। সোমবার বিকেলে তাহিরপুর উপজেলার বাদাঘাট বাজার মেইন রোডে উপজেলা জামায়াত আয়োজিত গণমিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথাগুলো বলেন। এ সময় তোফায়েল আহমেদ খান আরও বলেন, আমি শুনেছি, এই ঐতিহ্যবাহী বাদাঘাট বাজারে, আমাদের মিত্র দলের নেতারা গণজমায়েত করায় বাজারের ব্যবসায়ীদের অনেক ক্ষতি হয়। এটা আমি অবগত হয়েছি, তাই আজ এখানেই সমাপ্ত করছি। সমাবেশে জেলা জামায়াতের সেক্রেটারি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মো. আবু আব্দুল্লাহ, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক লুৎফর রহমান দুলাল, তাহিরপুর উপজেলা জামায়াতের আমির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. রুকন উদ্দিন, নায়েবে আমির সেলিম হায়দার, সহ সেক্রেটারি আনোয়ার উদ্দিন, শুরা সদস্য কামরুল ইসলাম প্রমুখ উপপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com