জেলা প্রশাসনের উদ্যোগে শীতার্ত রোগীদের মাঝে কম্বল বিতরণ

আপলোড সময় : ০২-১২-২০২৫ ০২:৪৭:১১ পূর্বাহ্ন , আপডেট সময় : ০২-১২-২০২৫ ০২:৪৭:১১ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: গত ৩০ নভেম্বর রবিবার গভীর রাতে সুনামগঞ্জ জেলা প্রশাসন সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে শীতার্ত ও অসহায় রোগী এবং তাদের অভিভাবকদের মাঝে কম্বল বিতরণ করেছে। আগাম শীতের প্রভাবে হাসপাতালজুড়ে কনকনে ঠা-া বাড়তে থাকায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া’র সার্বিক নির্দেশনায় এই মানবিক কার্যক্রম পরিচালনা করা হয়। কম্বল বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল, উপপরিচালক (স্থানীয় সরকার) মতিউর রহমান খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুনজিত কুমার চন্দ এবং সহকারী কমিশনার মেহেদী হাসান হৃদয়। এছাড়াও জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। রাতের বেলা হঠাৎ কম্বল হাতে পেয়ে অনেক রোগী ও অভিভাবকের মুখে স্বস্তির হাসি ফুটে ওঠে। জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, সমাজের পিছিয়ে পড়া শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো জেলা প্রশাসনের একটি নিয়মিত কার্যক্রম। জেলা প্রশাসনের এমন মানবিক কার্যক্রম চলমান থাকবে।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com