এমএ মান্নান মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

আপলোড সময় : ৩০-১১-২০২৫ ০২:৪০:৩৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ৩০-১১-২০২৫ ০২:৪০:৩৭ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে শান্তিগঞ্জ উপজেলায় অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী ২৫তম ‘এম এ মান্নান প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষা’। ডুংরিয়া উত্তরণ ক্লাব ও ডুংরিয়া হাইস্কুল অ্যান্ড কলেজের যৌথ উদ্যোগে শনিবার (২৯ নভেম্বর) সকাল ১০টায় ডুংরিয়া হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবারের মেধাবৃত্তি পরীক্ষায় শান্তিগঞ্জ, জগন্নাথপুর ও সদর উপজেলার মোট ৭৯৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। সকালেই পরীক্ষা কেন্দ্রে পরিদর্শনে আসেন শান্তিগঞ্জ উপজেলার পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক মো. ফরিদুর রহমান। পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন- ডুংরিয়া হাইস্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মদনমোহন রায়, মেধাবৃত্তি পরীক্ষা নিয়ন্ত্রক নিহার রঞ্জন দাস, বীর মুক্তিযোদ্ধা ও প্রতিষ্ঠানের প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক রবীন্দ্র কুমার তালুকদার, দৈনিক প্রথম আলোর স্টাফ রিপোর্টার খলিল রহমান, বিশিষ্ট সমাজসেবক মাসুক মিয়া, কামরূপদলং ইয়াকুব আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানিক লাল চক্রবর্তী, রথপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশীষ কুমার চক্রবর্তী, জেবিবি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মোখলেছুর রহমান, ডুংরিয়া হাইস্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক ফরিদ আহমেদ, অ্যাডভোকেট নূর আলম, উত্তরণ ক্লাবের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম প্রমুখ।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com