স্টাফ রিপোর্টার ::
উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সুনামগঞ্জ ইউনিটের কার্যনির্বাহী কমিটি নির্বাচন (২০২৫-২০২৭) স¤পন্ন হয়েছে। এতে সেক্রেটারি পদে নির্বাচিত হয়েছেন পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আলহাজ্ব মল্লিক মো. মঈন উদ্দীন আহমদ এবং ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন নুরুল ইসলাম সাজু। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শহরের জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরিতে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
ভোটগ্রহণ শেষে সন্ধ্যা সাড়ে ৭টায় সুনামগঞ্জ জজ কোর্টের সিনিয়র আইনজীবী ও প্রধান নির্বাচন কমিশনার শামসুর রহমান আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। তার সঙ্গে নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন অ্যাডভোকেট কামাল হোসেন ও অ্যাডভোকেট রমজান আলী।
ঘোষিত ফলাফল অনুযায়ী সেক্রেটারি পদে আলহাজ্ব মল্লিক মো. মঈন উদ্দীন আহমদ ২৩৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. শেরগুল আহমেদ পেয়েছেন ১৮৪ ভোট। এই পদে মোট প্রদত্ত ভোট ছিল ৪২৮। বাতিল হয়েছে ৭টি ভোট। বৈধ ভোটের সংখ্যা ৪২১।
ভাইস চেয়ারম্যান পদে নুরুল ইসলাম সাজু ২০৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এই পদে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাড. মো. মাশুক আলম পেয়েছেন ১২৪ ভোট এবং আমির হোসেনের পক্ষে ভোট পড়েছে ৯৬টি।
সদস্য পদে প্রার্থী ছিলেন মোট ১৩ জন। এর মধ্যে নির্বাচিত হয়েছেন পাঁচজন। তাদের মধ্যে সর্বোচ্চ ভোট পেয়েছেন ডা. সৈয়দ মোনাওয়ার আলী। সদস্য পদে তিনি পান ২৮৫ ভোট। এছাড়া ইজাজুল হক চৌধুরী নাসিম ২৩৮ ভোট, আব্দুস সাত্তার মো. মামুন ২১৮ ভোট, মো. আশরাফ হোসেন লিটন ১৯৫ ভোট, মো. আনিসুজ্জামান ১৬১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। অপরদিকে, সদস্য পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে সৈয়দা আলমতাজ বেগম রুপি ১২৯ ভোট, আলহাজ্ব মোহাম্মদ এমদাদুল হক শাহজাহান ১১৬ ভোট, নাঈম আহমদ অন্তর ৬১ ভোট, মো. ফারুক মিয়া ১০৮ ভোট, মাছুমা খাতুন ৮৫ ভোট, মো. মোমতাজুল হাসান আবেদ ১৪৯ ভোট, রওনক আহমদ বখত ১৫২ ভোট এবং রাহুল দে পাপলু ১২৩ ভোট পেয়েছেন।