স্টাফ রিপোর্টার ::
“এই সেই মানিনা, কামরুল ছাড়া বুঝিনা” স্লোগান তুলে ধর্মপাশায় বিএনপি নেতা মনোনয়নবঞ্চিত কামরুজ্জামান কামরুলের সমর্থনে মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে ধর্মপাশা উপজেলা সদরে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা মিছিল নিয়ে পথসভায় অংশ নেন।
সুনামগঞ্জ-১ আসনে বিএনপির দলীয় মনোনয়ন না পেলেও কামরুজ্জামান কামরুল এখনো মাঠে ব্যাপকভাবে সক্রিয় রয়েছেন। তিনি দল থেকে পুনর্মূল্যায়নের আশা প্রকাশ করেছেন। তার কর্মী ও সমর্থকরাও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে জানান, চূড়ান্ত ঘোষণায় ধানের শীষ প্রতীক কামরুলই পাবেন বলে তারা বিশ্বাস করেন।
তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়ন এবং পাড়া-মহল্লায় ধানের শীষের পক্ষে জনমত গঠনের লক্ষ্যে এই মিছিল ও পথসভার আয়োজন করা হয়।
পথসভায় বক্তব্য দেন ধর্মপাশা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম বিএসসি, আহ্বায়ক কমিটির সদস্য মজিবুর রহমান মজুমদার, নেহাল উদ্দিন, পাইকুরাটি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মাহবুব মোর্শেদ খোকন, যুগ্ম আহ্বায়ক প্রভাষক হারুন অর রশীদ সরকার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলমগীর কবির, সাইফুর রহমান কাঞ্চন, সদস্য কাজী মিজানুল হক ইমন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ওবায়দুর রহমান মজুমদার, যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ, সদস্য পাপন মজুমদার, ধর্মপাশা সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক অনিক মজুমদার, ছাত্রদল নেতা হীরা, বাদশাগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রদলের সাংগঠনিক স¤পাদক মাহমুদুর রহমান, উপজেলা শ্রমিকদলের নেতা মাহাবুব আলম, সদর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাকিল, ক্রীড়া সম্পাদক রাজু আহমেদ, সেলবরষ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আল আমিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।