স্টাফ রিপোর্টার ::
খুচরা সার বিক্রেতা আইডি কার্ডধারীদের বহাল রাখা এবং ট্রেড অর্গানাইজেশন (টিও) লাইসেন্স প্রদানের দাবিতে বিশ্বম্ভরপুর উপজেলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) উপজেলা পরিষদ ভবনের সামনের সড়কে খুচরা সার বিক্রেতা বিজনেস ফোরাম, বিশ্বম্ভরপুর শাখার ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। নতুন খুচরা সার বিক্রেতা নীতিমালা ২০২৫ বাস্তবায়নের ফলে খুচরা ডিলারদের লাইসেন্স বাতিলের আশঙ্কা দেখা দেয়ায় সংগঠনের সদস্যরা মানববন্ধন করেন। পরে তারা উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ে একটি স্মারকলিপি প্রদান করেন। মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের সভাপতি রইছুর রহমান, সিনিয়র সহ-সভাপতি আব্দুর রশিদ, সহ-সভাপতি মহরম আলী, সাধারণ সম্পাদক সাদেকুর রহমান, সাংগঠনিক সম্পাদক বুরহান উদ্দিন প্রমুখ। বক্তারা বলেন, ২০০৯ সালের সার নীতিমালার আওতায় দীর্ঘদিন সৎ ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করলেও নতুন নীতিমালা কার্যকর হলে হাজারো খুচরা ডিলার জীবিকা হারানোর ঝুঁকিতে পড়বে। তারা আরও বলেন, স্বল্প লাভে দ্রুততম সময়ে কৃষকের দোরগোড়ায় সার পৌঁছে দেওয়া এবং ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সুবিধা নিশ্চিত করতে খুচরা ডিলারদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের বাদ দিলে সার বিতরণ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হবে।
খুচরা সার বিক্রেতা আইডি কার্ডধারীদের বহাল রাখা এবং ট্রেড অর্গানাইজেশন (টিও) লাইসেন্স প্রদানের দাবিতে বিশ্বম্ভরপুর উপজেলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) উপজেলা পরিষদ ভবনের সামনের সড়কে খুচরা সার বিক্রেতা বিজনেস ফোরাম, বিশ্বম্ভরপুর শাখার ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। নতুন খুচরা সার বিক্রেতা নীতিমালা ২০২৫ বাস্তবায়নের ফলে খুচরা ডিলারদের লাইসেন্স বাতিলের আশঙ্কা দেখা দেয়ায় সংগঠনের সদস্যরা মানববন্ধন করেন। পরে তারা উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ে একটি স্মারকলিপি প্রদান করেন। মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের সভাপতি রইছুর রহমান, সিনিয়র সহ-সভাপতি আব্দুর রশিদ, সহ-সভাপতি মহরম আলী, সাধারণ সম্পাদক সাদেকুর রহমান, সাংগঠনিক সম্পাদক বুরহান উদ্দিন প্রমুখ। বক্তারা বলেন, ২০০৯ সালের সার নীতিমালার আওতায় দীর্ঘদিন সৎ ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করলেও নতুন নীতিমালা কার্যকর হলে হাজারো খুচরা ডিলার জীবিকা হারানোর ঝুঁকিতে পড়বে। তারা আরও বলেন, স্বল্প লাভে দ্রুততম সময়ে কৃষকের দোরগোড়ায় সার পৌঁছে দেওয়া এবং ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সুবিধা নিশ্চিত করতে খুচরা ডিলারদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের বাদ দিলে সার বিতরণ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হবে।