ডাচ্-বাংলা ব্যাংকের অর্থায়নে দরিদ্র রোগীদের চোখের ছানি অপারেশন

আপলোড সময় : ২৬-১১-২০২৫ ১১:১৮:৪৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৬-১১-২০২৫ ১১:১৮:৪৮ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: ডাচ্-বাংলা ব্যাংক ফাউন্ডেশনের ‘দৃষ্টি প্রকল্প’-এর আওতায় সুনামগঞ্জে ২৯ জন অসচ্ছল ও দরিদ্র রোগীর বিনামূল্যে চোখের ছানি অপারেশন স¤পন্ন হয়েছে। রবিবার (২৪ নভেম্বর) সুনামগঞ্জ সদর উপজেলার কুরবাননগর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে চক্ষু ক্যা¤প অনুষ্ঠিত হয়। এরপর ইকবালনগরের ভার্ড চক্ষু হাসপাতালে রোগীদের অপারেশন করা হয়। ভার্ড-আই কেয়ার সার্ভিস (ভার্ড-ইসিএস) পরিচালিত ভার্ড চক্ষু হাসপাতালের সিনিয়র চক্ষুবিশেষজ্ঞ ও ফ্যাকো সার্জন ডা. বি.কে.এম. সানোয়ার আধুনিক প্রযুক্তিতে লেন্স প্রতিস্থাপনের মাধ্যমে সফলভাবে অপারেশন স¤পন্ন করেন। অপারেশনের পর সব রোগী স্বাভাবিক দৃষ্টি ফিরে পেয়েছেন। রোগীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাচ্-বাংলা ব্যাংক সুনামগঞ্জ শাখার উপব্যবস্থাপক সুজন পুরকায়স্থ। তিনি বলেন, ব্যাংকিং কার্যক্রমের পাশাপাশি ডাচ্-বাংলা ব্যাংক দীর্ঘদিন ধরে ছানি রোগীদের চিকিৎসা সেবা ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করে আসছে। ম্যানেজিং ডিরেক্টর ও সিইও আবুল কাশেম মো. শিরিন স্যারের আন্তরিক সহযোগিতার কারণেই মানবসেবামূলক এসব কার্যক্রম সারাদেশের মতো সুনামগঞ্জেও সফলভাবে পরিচালিত হচ্ছে। রোগী ও তাদের স্বজনেরা ডাচ্-বাংলা ব্যাংক এবং ভার্ড চক্ষু হাসপাতালের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা বলেন, এ ধরনের বিনামূল্যের উন্নত চিকিৎসা সুবিধা পেয়ে তারা অত্যন্ত উপকৃত হয়েছেন।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com