জামালগঞ্জে পথসভায় ভয়ের নয়, সম্প্রীতির রাজনীতি করতে চাই : আনিসুল হক

আপলোড সময় : ২৬-১১-২০২৫ ১০:৫৯:৩৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৬-১১-২০২৫ ১১:০১:৩২ পূর্বাহ্ন
বাদলকৃষ্ণ দাস ::
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১ আসনে (জামালগঞ্জ, তাহিরপুর, ধর্মপাশা ও মধ্যনগর) বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব মো. আনিসুল হকের সমর্থনে জামালগঞ্জের সাচনা বাজারের ঐতিহ্যবাহী বটতলায় পথসভা অনুষ্ঠিত হয়েছে।
 মঙ্গলবার বিকেলে জামালগঞ্জ উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন এই পথসভার আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব আনিসুল হক। উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য গোলাম রব্বানীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মো. শফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক কমিটির যুগ্ম-আহবায়কবৃন্দ, সদস্যবৃন্দ ও স্থানীয় নেতৃবৃন্দ। সভা শুরুর আগে উপজেলার বিভিন্ন এলাকা থেকে খন্ড-খন্ড- মিছিল এসে সাচনাবাজারে সমবেত হয়। পথসভায় অতিথিবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি নূরুল হক আফিন্দী, সাবেক সাধারণ সম্পাদক শাহ মো. শাহজাহান।
প্রধান অতিথির বক্তব্যে আনিসুল হক বলেন, আগামী নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে, শিক্ষাখাতে, কৃষিখাতে, যোগাযোগ ব্যবস্থায়, প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে, আমরা যুগান্তকারী পদক্ষেপ নেবো। আমরা ভয়ের রাজনীতি চাইনা। আমরা সকল শ্রেণি পেশার মানুষকে নিয়ে সম্প্রীতির রাজনীতি করতে চাই। সভায় বক্তারা বলেন, সুনামগঞ্জ-১ আসনে মনোনয়নের জন্য অনেকেই প্রতিদ্বন্দ্বিতা করেছেন। সবাই দলের যোগ্য লোক। তাদের মধ্য থেকে যাচাই-বাছাই করে দল আলহাজ্ব মো. আনিসুল হককে মনোনয়ন দিয়েছেন। তবে আগামী নির্বাচন হবে চ্যালেঞ্জিং। তাই এখন আমাদের সবার দায়িত্ব দলীয় সিদ্ধান্তকে মেনে সবাই ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করা। বক্তারা বলেন- আসুন, সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করি। এই ধানের শীষ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের (বীর উত্তম), এই ধানের শীষ আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার, এই ধানের শীষ আগামী প্রজন্মের নায়ক তারেক রহমানের। বক্তারা আরও বলেন, হাওর এলাকার সাধারণ মানুষ ধানের শীষ ছাড়া কিছু বুঝেনা। দীর্ঘ বছর যাবত মানুষ ভোট দিতে পারে নাই। অধীর আগ্রহ নিয়ে বসে আছে ধানের শেষে ভোট দেওয়ার জন্য। ধানের শীষের বিকল্প চিন্তা করে কোন লাভ নেই। অতীতে আমরা দেখেছি ধানের শীষের বিদ্রোহী প্রার্থী হয়ে যারা নির্বাচন করেছেন, জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছেন। ভবিষ্যতেও কেউ যদি ধানের শীষের বিকল্প চিন্তা করেন, জনগণ ভোটের মধ্যে তা প্রমাণ করে দেবেন। কাজেই, আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে শহীদ জিয়ার ধানের শীষকে, খালেদা জিয়ার ধানের শীষকে, তারেক রহমানের ধানের শীষকে বিজয়ী করি।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com