শিক্ষা সচিব বরাবর স্মারকলিপি

লক্ষণশ্রীর জুগীরগাঁও মৌজায় সুবিপ্রবি’র ক্যাম্পাস স্থাপনের প্রস্তাব

আপলোড সময় : ২৫-১১-২০২৫ ১২:৩৩:০৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৫-১১-২০২৫ ০১:৪৪:০৪ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সুবিপ্রবি) স্থায়ী ক্যাম্পাস সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের জুগিরগাঁও মৌজায় স্থাপনের প্রস্তাব করে শিক্ষা সচিব বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে।

সোমবার সকালে সুবিপ্রবি স্থায়ী ক্যাম্পাস সুনামগঞ্জ জেলা সদরে বাস্তবায়ন আন্দোলন-এর পক্ষ থেকে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার কাছে এই স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, আন্দোলনের নির্বাহী কমিটির সভায় জেলার সর্বস্তরের মানুষের দাবিকে গুরুত্ব দিয়ে স্থায়ী ক্যাম্পাসের জন্য সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের জুগিরগাঁও মৌজাকে সর্বসম্মতভাবে প্রস্তাবিত স্থান হিসেবে নির্ধারণ করা হয়েছে। স্মারকলিপিতে শিক্ষার্থীদের নিরাপত্তা, যোগাযোগ ব্যবস্থা, সরকারি অর্থ সাশ্রয় এবং জলাভূমির পরিবেশ রক্ষার স্বার্থে ব্যক্তি মালিকানাধীন জমি বা হাওরের জলাভূমি অধিগ্রহণের পরিবর্তে পতিত সরকারি খাস জমি বেছে নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের সুদৃষ্টি কামনা করা হয়।
জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সুবিপ্রবি স্থায়ী ক্যাম্পাস সুনামগঞ্জ জেলা সদরে বাস্তবায়ন আন্দোলনের যুগ্ম আহ্বায়ক প্রফেসর সৈয়দ মহিবুল ইসলাম, সদস্যসচিব মোহাম্মদ মুনাজ্জির হোসেন সুজন, সদস্য অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মো. তৈয়বুর রহমান বাবুল, গণতান্ত্রিক আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. রুহুল তুহিন, অ্যাড. মুহসিন রেজা মানিক, সাংবাদিক আমিনুল হক, জেলা খেলাঘর আসরের সাধারণ সম্পাদক রাজু আহমদ, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইজাজুল হক চৌধুরী নাসিম, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক ইমনদ্দোজা আহমেদ প্রমুখ।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com