শান্তিগঞ্জ প্রতিনিধি ::
প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের প্রকৃত মেধা যাচাই নিশ্চিত করতে ‘জেলা প্রশাসন মেধা যাচাই পরীক্ষা-২০২৫’ উপলক্ষে শান্তিগঞ্জে সেরা বিদ্যালয়, শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে সম্মাননা প্রদান করা হয়েছে।
সোমবার (২৪ নভেম্বর) বিকেল ৩টায় শান্তিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ঝিলমিল অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সম্মাননা স্মারক তুলে দেন প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহার সভাপতিত্বে এবং রথপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশীষ চক্রবর্তী ও সদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাবেয়া আক্তার রুবির যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।
বিশেষ অতিথির বক্তব্য দেন শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল আহাদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সেলিম খান ও উপজেলা প্রকৌশলী সাজেদুল আলম। অনুষ্ঠানে শিক্ষক প্রতিনিধি হিসেবে বক্তব্য দেন প্রীতি সূত্রধর, অভিভাবক জাহাঙ্গীর আলম এবং শিক্ষার্থী রূপন্তী তালুকদার।
জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াছ মিয়া বলেন, মেধা যাচাই পরীক্ষার ধারণা প্রথম এসেছে শান্তিগঞ্জ থেকেই। আমরা জেলার পক্ষ থেকে সেটাকে বৃহত্তর পরিসরে বাস্তবায়ন করেছি। এখানে শিক্ষকরা যে মানসম্মত মূল্যায়ন করেছেন, তা নিশ্চয়ই প্রশংসার দাবিদার। তিনি আরও বলেন, সব বিদ্যালয় একই মান বজায় রাখতে পারেনি। তবে কিছু বৈষম্য দেখা গেছে, এটা অবশ্যই আমাদের জন্য শেখার জায়গা। ন্যায়সংগত মূল্যায়নই শিক্ষাকে এগিয়ে নেয়। শান্তিগঞ্জ সেই দৃষ্টান্ত স্থাপন করেছে। জাতীয় পর্যায়েও এই মডেল অনুসরণীয় হবে বলে আমি বিশ্বাস করি। তিনি অভিভাবক ও স্থানীয় সমাজকেও শিক্ষার উন্নয়নে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়ে বলেন, একটি শিশুকে সুশিক্ষিত নাগরিক হিসেবে গড়ে তুলতে শুধু শিক্ষক নয়, পরিবার, বিদ্যালয় ও গ্রামের সার্বিক পরিবেশ গুরুত্বপূর্ণ। আমাদের লক্ষ্য এমন একটি শিক্ষাবান্ধব সমাজ গড়া, যেখানে প্রতিটি শিশু তার প্রকৃত মেধা বিকশিত করার সুযোগ পাবে।
প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের প্রকৃত মেধা যাচাই নিশ্চিত করতে ‘জেলা প্রশাসন মেধা যাচাই পরীক্ষা-২০২৫’ উপলক্ষে শান্তিগঞ্জে সেরা বিদ্যালয়, শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে সম্মাননা প্রদান করা হয়েছে।
সোমবার (২৪ নভেম্বর) বিকেল ৩টায় শান্তিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ঝিলমিল অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সম্মাননা স্মারক তুলে দেন প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহার সভাপতিত্বে এবং রথপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশীষ চক্রবর্তী ও সদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাবেয়া আক্তার রুবির যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।
বিশেষ অতিথির বক্তব্য দেন শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল আহাদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সেলিম খান ও উপজেলা প্রকৌশলী সাজেদুল আলম। অনুষ্ঠানে শিক্ষক প্রতিনিধি হিসেবে বক্তব্য দেন প্রীতি সূত্রধর, অভিভাবক জাহাঙ্গীর আলম এবং শিক্ষার্থী রূপন্তী তালুকদার।
জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াছ মিয়া বলেন, মেধা যাচাই পরীক্ষার ধারণা প্রথম এসেছে শান্তিগঞ্জ থেকেই। আমরা জেলার পক্ষ থেকে সেটাকে বৃহত্তর পরিসরে বাস্তবায়ন করেছি। এখানে শিক্ষকরা যে মানসম্মত মূল্যায়ন করেছেন, তা নিশ্চয়ই প্রশংসার দাবিদার। তিনি আরও বলেন, সব বিদ্যালয় একই মান বজায় রাখতে পারেনি। তবে কিছু বৈষম্য দেখা গেছে, এটা অবশ্যই আমাদের জন্য শেখার জায়গা। ন্যায়সংগত মূল্যায়নই শিক্ষাকে এগিয়ে নেয়। শান্তিগঞ্জ সেই দৃষ্টান্ত স্থাপন করেছে। জাতীয় পর্যায়েও এই মডেল অনুসরণীয় হবে বলে আমি বিশ্বাস করি। তিনি অভিভাবক ও স্থানীয় সমাজকেও শিক্ষার উন্নয়নে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়ে বলেন, একটি শিশুকে সুশিক্ষিত নাগরিক হিসেবে গড়ে তুলতে শুধু শিক্ষক নয়, পরিবার, বিদ্যালয় ও গ্রামের সার্বিক পরিবেশ গুরুত্বপূর্ণ। আমাদের লক্ষ্য এমন একটি শিক্ষাবান্ধব সমাজ গড়া, যেখানে প্রতিটি শিশু তার প্রকৃত মেধা বিকশিত করার সুযোগ পাবে।