বিএনপি নেতা আব্দুল্লাহ আল-মামুনের বহিষ্কারাদেশ প্রত্যাহার

আপলোড সময় : ২৫-১১-২০২৫ ১২:১৯:০৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৫-১১-২০২৫ ১২:১৯:০৩ পূর্বাহ্ন
জামালগঞ্জ প্রতিনিধি :: জামালগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য আব্দুল্লাহ আল-মামুনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়। চিঠিতে বলা হয়েছে- দলীয় শৃঙ্খলা বহির্ভূত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আব্দুল্লাহ আল-মামুনকে বহিষ্কার করা হয়েছিল। তবে তার দাখিল করা আবেদন সূক্ষ্মভাবে পর্যালোচনা করে এবং ভবিষ্যতে দলের নীতি, আদর্শ ও শৃঙ্খলা মেনে চলবেন - এমন প্রত্যাশায় বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। এ সিদ্ধান্তের ফলে তিনি আবারও দলের নিয়মিত কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন। এই সংক্রান্ত চিঠির অনুলিপি সিলেট বিভাগের সাংগঠনিক টিম ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক ও ১ নং সদস্যের (স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত) কাছে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে আব্দুল্লাহ আল-মামুন বলেন, দলের প্রতি আমি চিরকৃতজ্ঞ। ভবিষ্যতে দলের নীতি-আদর্শ মতো কাজ করবো। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি জামালগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com