শান্তিগঞ্জ প্রতিনিধি ::
শান্তিগঞ্জে নদীর ভাঙন কবলিত ঠাকুরভোগ গ্রাম রক্ষার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী। সোমবার দুপুরে ভাঙন কবলিত নদীর তীরে গ্রামের শতাধিক নারী-পুরুষ, শিশু কিশোর এই কর্মসূচিতে অংশ নেয়।
এসময় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পক্ষে বক্তব্য দেন শান্তিগঞ্জ উপজেলা জমিয়তের সাবেক সাধারণ সম্পাদক আলেমদ্বীন মাওলানা আব্দুল্লাহ, যুব জমিয়তের সভাপতি হাফিজ মাওলানা আকমল হুছাইন, সুনামগঞ্জ জেলা ছাত্র জমিয়ত নেতা মাওলানা জাহাঙ্গীর খান, জুবেল মিয়া, ফিরোজ মিয়া, গণমাধ্যমকর্মী নাইম তালুকদার, জিল্লু মিয়া প্রমুখ।
বক্তারা বলেন, কলনী নদীর ভাঙনে ঠাকুরভোগ গ্রামের দুই তৃতীয়াংশ নদীগর্ভে চলে গেছে। বাড়িঘর, ফসলি জমি হারিয়ে তারা এখন নিঃস্ব। ভাঙনের মুখে গৃহহীন, হতদরিদ্র ছিন্নমূল অবস্থায় বসবাস করছেন। এই নদী ভাঙনের কবলে গ্রামের তৃতীয়াংশ পরিবার। প্রতিনিয়ত এই ভাঙন দেখে শংকিত এলাকাবাসী। এ অবস্থায় ফের ভাংগন দেখা দেয়ায় মাথা গোঁজার ঠাঁইটুকুও হারাতে বসেছে। তাই ভাঙন প্রতিরোধে পানি উন্নয়ন বোর্ডসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।