স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ-৪ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনয়ন প্রত্যাশী দেওয়ান জয়নুল জাকেরীনের নেতৃত্বে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় শহরের তেঘরিয়াস্থ দেওয়ান জয়নুল জাকেরীনের নিজ বাসভবন থেকে বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে এই শোভাযাত্রাটি বের হয়। এসময় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে পুরো এলাকা স্লোগানে মুখর হয়ে ওঠে।
শোভাযাত্রাটি তার বাসভবন থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলটি শহরের ট্রাফিক পয়েন্ট অতিক্রম করে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে দিরাই রাস্তা পর্যন্ত পৌঁছায়। সেখান থেকে পুনরায় শহরে ফিরে এসে শোভাযাত্রাটি শেষ হয়।
শোভাযাত্রায় অংশগ্রহণকারী নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে এবং দেওয়ান জয়নুল জাকেরীনের সমর্থনে বিভিন্ন স্লোগান দেন। আসন্ন নির্বাচনকে সামনে রেখে নিজের শক্ত অবস্থান জানান দিতে এবং নেতাকর্মীদের চাঙ্গা করতেই এই শোডাউনের আয়োজন করা হয়েছে।