বৃহত্তর সিলেটের সকল ন্যায্য দাবি বাস্তবায়নের লক্ষ্যে সিলটি পাঞ্চায়িত-এর উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় নগরীর মুন্সিপাড়ায় সিলটি পাঞ্চায়িত এর কেন্দ্রীয় সভাপতি নাসির উদ্দিন আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ স¤পাদক এডভোকেট তাজরীহান জামানের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন প্রিন্সিপাল মাওলানা জিলাল আহমদ, মো. আমিনুজ্জামান চৌধুরী, তাহির আহমদ, তপন তালুকদার, কামাল আহমদ, মো. জাহাঙ্গীর আলম, সোহেল আহমদ, মো. নজরুল ইসলাম, মো. সাহেদ আহমদ শান্ত, বদরুল আলম, মৌলভী শাহ মো. কামরুল ইসলাম, সাজ্জাদ আহমদ সাজু, জুয়েল আহমদ, জায়েদ আহমদ, মো. বাহাউদ্দিন বাহার প্রমুখ।
মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে নাসির উদ্দিন আহমদ চৌধুরী বলেন, বৃহত্তর সিলেটের মানুষ দীর্ঘদিন ধরে যে উন্নয়ন-বঞ্চনার শিকার, তার অবসান ঘটাতে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সিলেটের মানুষের ন্যায্য দাবি- যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, স্বাস্থ্যসেবার প্রসার, শিক্ষা খাতের আধুনিকায়ন এবং প্রবাসীদের সুবিধা নিশ্চিত করা সিলেটবাসীর অধিকার।
তিনি বলেন, সকলকে সাথে নিয়ে আমরা একটি সুন্দর, সমৃদ্ধ ও আধুনিক সিলেট গঠনের লক্ষ্যেই এগিয়ে যাচ্ছি। সে লক্ষ্যে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
সভায় বৃহত্তর সিলেটের সকল ন্যায্য দাবী-দাওয়া বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। সিলেটের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সরকারি পদক্ষেণ গ্রহণসহ বিভিন্ন দাবিতে আগামী ৩০ নভেম্বর বেলা ২টায় নগরীর কোর্ট পয়েন্টে এক মানববন্ধন কর্মসূচির সিদ্ধান্ত গৃহীত হয়। উক্ত মানববন্ধনে সিলেটের সর্বস্তরের মানুষের উপস্থিতি কামনা করা হয়েছে। - সংবাদ বিজ্ঞপ্তি