অচিন্তপুরে সেবা ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

আপলোড সময় : ২২-১১-২০২৫ ০৭:৪৯:৪৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ২২-১১-২০২৫ ০৭:৪৯:৪৮ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের অচিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সেবা ফাউন্ডেশনের উদ্যোগে শতাধিক গরিব ও শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে আয়োজিত অনুষ্ঠানে সেবা ফাউন্ডেশন প্রতিষ্ঠার তিন বছর পূর্তি উপলক্ষে একশ শীতার্তের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। অচিন্তপুর গ্রামের কয়েকজন তরুণ-যুবকের মানবিক উদ্যোগে গঠিত এ সংগঠন এখন এলাকাবাসীর প্রশংসা অর্জন করেছে। স্থানীয় মুরব্বি ও গণ্যমান্য ব্যক্তিরাও ফাউন্ডেশনের কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন। অনুষ্ঠানে শামসুল ইসলামের সভাপতিত্বে ও মোহাম্মদ রহিম উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন মাওলানা আব্দুর রাজ্জাক, রোকন মিয়া, হাফেজ মতিন, সাদিকুর রহমান, সেবা ফাউন্ডেশনের উপদেষ্টা মো. রাকিবুল ইসলাম, মো. জসিম উদ্দিন, ইঞ্জিনিয়ার মঞ্জুরুল ইসলাম রুবেলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা জানান, সেবা ফাউন্ডেশন মানবিক সহায়তা থেকে শুরু করে বিভিন্ন সামাজিক সমস্যা সমাধানে সক্রিয় ভূমিকা রাখছে। তারা উদ্বেগ প্রকাশ করে বলেন, এলাকায় অল্প বয়সী শিশু-কিশোরদের মধ্যেও মাদকাসক্তি দেখা যাচ্ছে, যা সামাজিক সংকট তৈরি করছে। ফাউন্ডেশন ও এলাকাবাসী একযোগে মাদকবিরোধী কার্যক্রম জোরদার করবে বলেও তারা প্রত্যাশা ব্যক্ত করেন। এ ছাড়া বিবাহ অনুষ্ঠানে উচ্চ শব্দে গান-বাজনার কারণে এলাকাবাসীর ভোগান্তির বিষয়টি তুলে ধরে বক্তারা তা নিয়ন্ত্রণের আহ্বান জানান। সমাজকল্যাণমূলক বিভিন্ন উদ্যোগের মাধ্যমে সেবা ফাউন্ডেশনকে আরও এগিয়ে নিয়ে যেতে এলাকাবাসী সহযোগিতা অব্যাহত রাখবে বলেও আশ্বাস দেন তারা। শীতবস্ত্র বিতরণ শেষে ফাউন্ডেশনের উপদেষ্টা ও সদস্যদের অভিভাবকদের ক্রেস্ট প্রদান করে সম্মাননা জানানো হয়।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com