জগন্নাথপুর প্রতিনিধি ::
জগন্নাথপুরে সরকারিভাবে অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহ কার্যক্রম উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার বিকেলে জগন্নাথপুর সদর খাদ্যগুদাম প্রাঙ্গণে আমন ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বরকত উল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. সাহাব উদ্দিন, উপজেলা মৎস্য কর্মকর্তা আল আমিন, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর আহসান হাবীব, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাজন আকন্দ, উপজেলা যুদবল নেতা আবুল হাশিম ডালিম, জগন্নাথপুর উপজেলা সদর খাদ্যগুদাম কর্মকর্তা শিবু ভূষণ পাল, রাণীগঞ্জ ইউনিয়ন খাদ্যগুদাম কর্মকর্তা নিপম সুমের, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. শাহজাহান মিয়া, খাদ্যগুদাম কর্মী নিরঞ্জন বিশ্বাস ও উপজেলার মিরপুর ইউনিয়নের নজিপুর গ্রামের ধান বিক্রেতা কৃষক হোছন আলী প্রমুখ।
জগন্নাথপুর উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা শিবু ভূষন পাল জানান, ১৩৬০ টাকা মণ দরে জনপ্রতি ২ টন করে আমন ধান সংগ্রহ শুরু হয়েছে।