স্টাফ রিপোর্টার ::
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সুনামগঞ্জের ইকবালনগরে অবস্থিত ভার্ড চক্ষু হাসপাতালে ডাচ্-বাংলা ব্যাংক ফাউন্ডেশন-এর অর্থায়নে “দৃষ্টি প্রকল্প”-এর অধীনে ২৮ জন অসচ্ছল ও দরিদ্র রোগীর বিনামূল্যে ছানি অপারেশন স¤পন্ন হয়েছে। হাসপাতালের অভিজ্ঞ সিনিয়র চক্ষু বিশেষজ্ঞ ও ফ্যাকো সার্জন ডা. বি. কে. এম. সানোয়ার উন্নত প্রযুক্তিতে লেন্স প্রতিস্থাপনের মাধ্যমে সফলভাবে সকল রোগীর অপারেশন স¤পন্ন করেন। অপারেশনের পর রোগীরা স্বাভাবিক দৃষ্টি ফিরে পেয়েছেন।
রোগীদের বিদায় উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাচ্-বাংলা ব্যাংক সুনামগঞ্জ শাখার ব্যবস্থাপক মোহাম্মদ গোলাম আজাদ। তিনি বলেন, ব্যাংকিং
কার্যক্রমের পাশাপাশি ডাচ্-বাংলা ব্যাংক সমাজসেবামূলক কার্যক্রম, বিশেষ করে ছানি রোগীদের চিকিৎসা সেবা এবং ছাত্রছাত্রীদের শিক্ষাবৃত্তি প্রদান করে থাকে। ডাচ্-বাংলা ব্যাংকের মাননীয় ম্যানেজিং ডিরেক্টর ও সিইও আবুল কাশেম মো. শিরিন স্যারের আন্তরিক সহায়তার কারণে মানবকল্যাণমূলক এসব কার্যক্রম সুনামগঞ্জেও সফলভাবে পরিচালিত হচ্ছে।
অপারেশনপ্রাপ্ত রোগী ও তাদের অভিভাবকরা বিনামূল্যে চিকিৎসা সেবা পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন এবং ভার্ড আই কেয়ার সার্ভিস (ভার্ড-ইসিএস) ও ডাচ্-বাংলা ব্যাংকের প্রতি কৃতজ্ঞতা জানান।