স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জে টাস্কফোর্স অভিযান পরিচালনা করে একটি ইঞ্জিনচালিত নৌকাসহ বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, থ্রি-পিস ও কসমেটিক্স সামগ্রী জব্দ করা হয়েছে। জব্দকৃত পণ্যের আনুমানিক সিজার মূল্য ১ কোটি ৫৭ লাখ ৫৯ হাজার ৮শ টাকা।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির।
বিজিবি জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১২টায় সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) সুনামগঞ্জ সদর উপজেলার আওতাধীন মঈনপুর নামক এলাকার পরিত্যক্ত বাড়ি এবং সুরমা নদীতে পরিত্যক্ত নৌকা হতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি টাস্কফোর্স অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় একটি ইঞ্জিন চালিত কাঠবডি নৌকাসহ ১২২৯ পিস ভারতীয় শাড়ি, ২০৮ পিস থ্রি-পিস এবং ১৯৫ পিস কসমেটিক্স সামগ্রী জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের আনুমানিক সিজার মূল্য ১ কোটি ৫৭ লাখ ৫৯ হাজার ৮শ টাকা।
উক্ত অভিযানে সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সোয়াদ সাত্তার চৌধুরী ও ২৮ বিজিবি’র নায়েব সুবেদার মো. রফিকুল ইসলামসহ ১৯ জন বিজিবি এবং ৪ জন পুলিশ সদস্যসহ সর্বমোট ২৪ জন অংশগ্রহণ করেন।
এ ব্যাপারে সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবি’র আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা স্থলপথের সাথে সাথে নৌপথেও অব্যাহত থাকবে। আটককৃত ইঞ্জিন চালিত কাঠবডি নৌকাসহ ভারতীয় শাড়ি, থ্রি-পিস এবং কসমেটিক্স সামগ্রী শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।