সুনামগঞ্জের ৩টি আসনে বিএনপি’র মনোনয়ন, মাঠ ছাড়ছেন না বঞ্চিত নেতারা

আপলোড সময় : ২০-১১-২০২৫ ১১:০২:৫১ অপরাহ্ন , আপডেট সময় : ২১-১১-২০২৫ ০৪:৫৬:২১ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ জেলার ৫টি আসনের মধ্যে ৩টি আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে বিএনপি।
সুনামগঞ্জ-১ আসনে মো. আনিসুল হক, সুনামগঞ্জ-৩ আসনে কয়সর এম আহমেদ এবং সুনামগঞ্জ-৫ আসনে কলিম উদ্দিন আহমদ মিলনকে ‘প্রাথমিক’ মনোনয়ন দেয়া হয়েছে।
সুনামগঞ্জ-২ এবং সুনামগঞ্জ-৪ আসনে এখনো প্রার্থী ঘোষণা করেনি বিএনপি। এ অবস্থায় ‘চূড়ান্ত’ মনোনয়নের প্রত্যাশায় ৩টি আসনে ভোটের মাঠে সক্রিয় রয়েছেন মনোনয়নবঞ্চিত বিএনপি নেতারা। শেষ মুহূর্ত পর্যন্ত তারা নিজেদের অবস্থানের জানান দিতে চান। দলীয় নেতাকর্মীদের সাথে আলাপ হলে তারা জানান, একক প্রার্থীর নাম ঘোষণার পর বঞ্চিতরা মাঠ ছাড়বেন বলে ভাবা হলেও বাস্তবে উলটো ঘটনা ঘটছে। মাঠ ছাড়া তো দূরের কথা, অনেকে জোরেশোরে প্রচারে নেমেছেন। তফশিল ঘোষণা অথবা দলের পক্ষ থেকে নতুন নির্দেশনা না আসা পর্যন্ত মনোনয়নের অঘোষিত লড়াইয়ে তারা থাকতে চান। মনোনয়ন প্রাপ্তদের তুলনায় তাদের অবস্থান অনেক বেশি ভালো বলে তারা প্রমাণ করতে চান। এ অবস্থায় কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বেন দলীয় মনোনয়নপ্রাপ্তরা এটা নির্দ্বিধায় বলা যায়।
সুনামগঞ্জ-১ আসনে ধানের শীষের প্রার্থী মো. আনিসুল হক নির্বাচনী প্রচার-প্রচারণা অব্যাহত রেখেছেন। তবে বসে নেই মনোনয়নবঞ্চিত বিএনপি নেতা কামরুজ্জামান কামরুল এবং মাহবুবুর রহমান। তারা ‘বিদ্রোহী’ না হলেও মনোনয়ন পুনর্বিবেচনার প্রত্যাশায় রয়েছেন। তাদের কর্মী এবং সমর্থকরা চূড়ান্ত মনোনয়নে তাদের প্রার্থীদের মূল্যায়নের দাবিতে মিছিল-সমাবেশ অব্যাহত রেখেছেন। কৌশলে মনোনয়নবঞ্চিত এই দুই নেতা নিজেদের অবস্থান জানান দিচ্ছেন জোরালোভাবে।
সুনামগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী কয়সর এম আহমদ পড়েছেন চ্যালেঞ্জের মুখে। এই আসনে মনোনয়নবঞ্চিত বিএনপি নেতারা একাট্টা রয়েছেন। তারা দলীয় প্রার্থী পরিবর্তনের প্রত্যাশা করছেন। মনোনয়নবঞ্চিতদের মধ্য থেকে যে কাউকে দলীয় মনোনয়ন দিলে, তারা তার পক্ষে কাজ করবেন এমনটিও জানান দিচ্ছেন। মনোনয়নবঞ্চিত বেশ কয়েকজন নেতা একসাথে প্রচারণা চালিয়ে তাদের মধ্যে ঐক্যের কথা ইতোমধ্যে জানান দিয়েছেন।
অপরদিকে, বিএনপি নেতা ব্যারিস্টার আনোয়ার হোসেন নিজেকে ‘স্বতন্ত্র প্রার্থী’ হিসেবে ঘোষণা করেছেন। তিনি নির্বাচনী মাঠে কোমরবেঁধে নেমেছেন। সুনামগঞ্জ-৩ আসনে দলীয় মনোনয়নের প্রত্যাশায় ছিলেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি নাদীর আহমদ, প্রবীণ রাজনীতিবিদ মুক্তিযোদ্ধা এমএ মালেক খান, মেজর (অব.) সৈয়দ আলী আশফাক সামি, যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি এম এ সাত্তার এবং এমএ কাহার। ব্যারিস্টার আনোয়ার হোসেনের কর্মী ও সমর্থকরা জানান, মনোনয়নবঞ্চিত নেতাদের সমর্থন ব্যারিস্টার হোসেন পেতে পারেন।
তারা বলেন, সুনামগঞ্জ-৩ আসন জগন্নাথপুর এবং শান্তিগঞ্জ নিয়ে গঠিত। ব্যারিস্টার আনোয়ার হোসেন শান্তিগঞ্জের সন্তান। এক্ষেত্রে অঞ্চলভিত্তিক ভোট তার পক্ষে থাকবে। তাছাড়া জগন্নাথপুরেও রয়েছে তার ভোট ব্যাংক। একই সাথে মনোনয়নবঞ্চিত নেতারা তাকে সমর্থন দিলে তার ভোট ব্যাংক আরো সমৃদ্ধ হবে এবং নির্বাচনী বৈতরণী পার হওয়া অনেকটাই সহজ হবে ব্যারিস্টার আনোয়ার হোসেনের জন্য।
এদিকে, নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বৃহস্পতিবার শান্তিগঞ্জের ডুংরিয়া গ্রামবাসীর সঙ্গে ব্যারিস্টার আনোয়ার হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ডুংরিয়া গ্রামবাসীর উদ্যোগে ডুংরিয়া হাইস্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত সভায় জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলা বিএনপি’র অনেক শীর্ষ নেতা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা শান্তিগঞ্জ ও জগন্নাথপুরের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতে ব্যারিস্টার আনোয়ার হোসেনকে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে বিজয়ী করতে আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার আনোয়ার হোসেন বলেন, সুনামগঞ্জ-৩ আসনের প্রত্যন্ত অঞ্চলের রাস্তাঘাট, ব্রিজ, কার্লভার্ট, শিক্ষা ও স্বাস্থ্যসেবাসহ জনগণের ন্যায়বিচার, উন্নয়ন ও স্বচ্ছ রাজনীতি প্রতিষ্ঠায় কাজ করার জন্য আমাকে সুযোগ দিন। আমি বিগত দিনে আপনাদের পাশে ছিলাম, আগামীদিনেও সুখে দুঃখে পাশে থাকবো। উক্ত সভায় বিপুল সংখ্যক এলাকাবাসী উপস্থিত হয়ে তাকে সমর্থন জানান। একইদিন সন্ধ্যায় শান্তিগঞ্জের পশ্চিম বীরগাঁও ইউনিয়নের শান্তিপুর গ্রামে নির্বাচনী মতবিনিময় করেন ব্যারিস্টার আনোয়ার হোসেন।
এদিকে, সুনামগঞ্জ-৫ আসনে কলিম উদ্দিন আহমদ মিলনকে দলীয় মনোনয়ন দেয়ায় আশাহত হয়েছেন মিজানুর রহমান চৌধুরী’র কর্মী এবং সমর্থকরা। ইতোমধ্যে বিশাল শোডাউন করে চূড়ান্ত মনোনয়নে মিজানুর রহমান চৌধুরীকে বিবেচনা করার দাবি জানিয়েছেন তারা।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com