দিরাই প্রতিনিধি :: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে বিএনপির প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত ও জেলা বিএনপির সাবেক উপদেষ্টা অ্যাডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে নারীর ক্ষমতায়ন ও সার্বিক উন্নয়ন নিশ্চিত করা হবে। বৃহস্পতিবার দিরাই উপজেলা মহিলা দলের আয়োজিত মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নারীর অধিকার ও ক্ষমতায়ন নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছিলেন। তাঁর পথ অনুসরণ করে বেগম খালেদা জিয়া নারীর কর্মসংস্থান বৃদ্ধিতে গার্মেন্টস শিল্পের বিকাশ ঘটান এবং বিদেশে কর্মসংস্থানের পথ উন্মুক্ত করেন। তিনি আরও বলেন, দেশনায়ক তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচিতে নারীর শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান ও অধিকার সুরক্ষার সুস্পষ্ট ঘোষণা রয়েছে। দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী - তাদের উন্নয়ন ছাড়া কোনো জাতির অগ্রগতি সম্ভব নয়। বিএনপি ক্ষমতায় গেলে স্থানীয় সরকার ব্যবস্থায় নারীর প্রতিনিধিত্ব বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিরাই পৌর বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান, জেলা কৃষকদলের সদস্য মানিক মিয়া তালুকদার, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সোয়েব হাসান, দিরাই উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক সামছুল ইসলাম সরদার, বিএনপি নেত্রী রিনা বেগম, পারবিন বেগম, সুমি বেগমসহ স্থানীয় নেতৃবৃন্দ। সভাপতিত্ব করেন উপজেলা মহিলা দল নেত্রী শিক্ষিকা সুলতানা রাজিয়া এবং পরিচালনায় ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব লিপন হাসান চৌধুরী।