স্থানীয়দের পরামর্শ নিয়ে টাঙ্গুয়ার হাওর রক্ষায় কাজ করবো : পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক

আপলোড সময় : ২০-১১-২০২৫ ১০:৫৫:৪৬ অপরাহ্ন , আপডেট সময় : ২১-১১-২০২৫ ০৮:১০:২৯ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
যারা চোখের সামনে অনিয়ম করছে, লাভের অংশ নিয়ে যাচ্ছে আর দুর্ভোগে ফেলে যাচ্ছে তাদেরকে থামাতে বলেছেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. কামরুজ্জামান এনডিসি। টাঙ্গুয়ার হাওরপাড়ের বাসিন্দাদের উদ্দেশে কথাগুলো বলেন। ড. মো. কামরুজ্জামান আরও বলেন, এরপরও যদি তারা না মানে, তাদেরকে আইনের আওতায় আনতে প্রশাসনকে জানান, প্রশাসন ব্যবস্থা নিবে। টাঙ্গুয়ার হাওর ও হাকালুকি হাওর রক্ষা বিধান রাখা হয়েছে গেজেটে। অনিয়ম করলে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে। টাঙ্গুয়ার হাওর জলাভূমি বাস্তুতন্ত্র প্রকল্পের কমিউনিটিভিত্তিক ব্যবস্থাপনার আওতায় জলাভূমি সম্পদের বিচক্ষণ ব্যবহার সংক্রান্ত পরামর্শ সভায় প্রধান অতিথি বক্তব্য তিনি কথাগুলো বলেন। বৃহস্পতিবার সকালে তাহিরপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় তিনি আরও বলেন, টাঙ্গুয়ার হাওর ও হাকালুকি হাওর রক্ষায় আমরা জোরালোভাবে কাজ করবো। আপনারা বুঝতে পেরেছেন যে টাঙ্গুয়ার হাওর নষ্ট হয়ে গেছে, তাই এখন আপনারাই পরামর্শ দিবেন কিভাবে আগের অবস্থায় নেয়া যায়। পরিবেশ বিভাগ, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে সভায় তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান মানিক সভাপতিত্ব করেন। সভায় পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. কামরুজ্জামান এনডিসি আরও বলেন, হাওরপাড়ের বাসিন্দাগণ তাদের ভবিষ্যৎ প্রজন্মকে টিকিয়ে রাখতে সবার আগেই এগিয়ে আসবেন। আপনাদের পরামর্শ নিয়ে টাঙ্গুয়ার হাওর রক্ষায় এগিয়ে যাবো। নিজেদের এলাকায় এসে বাইরের মানুষজন জীবন জীবিকা, প্রকৃতি, পরিবেশ হুমকির মুখে ফেলে দিচ্ছে তার জন্য আপনারা যারা স্থানীয় বাসিন্দা আছেন তারা সোচ্চার হয়ে প্রতিরোধ গড়ে তুলুন। সভায় পরিবেশ বিভাগ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয় বিভিন্ন কর্মকর্তা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, টাঙ্গুয়ার হাওরপাড়ের বাসিন্দা, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com