স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ সদর উপজেলায় হোটেল ও রেস্তোরাঁতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহ¯পতিবার (২০ নভেম্বর) বিকেলে জেলা প্রশাসনের উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে একাধিক হোটেল ও রেস্তোরাঁকে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্টের বিচারিক দায়িত্ব পালন করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান হৃদয়।
জানা যায়, শহরের অধিকাংশ হোটেল ও রেস্তোরাঁয় ভোক্তা কর্তৃক সম্পূর্ণভাবে গ্রহণ না করা ‘উচ্ছিষ্ট’ বা বেঁচে যাওয়া ভাত পুনরায় সংরক্ষণ করে একাধিকবার নতুন গ্রাহকদের কাছে পরিবেশন করা হচ্ছিল। এই ধরনের বাসি খাবার পরিবেশন সরাসরি ভোক্তার স্বাস্থ্য ও জীবনের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ।
জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এই কর্মকা-ের দায়ে, মোবাইল কোর্ট পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর আওতায় একাধিক রেস্তোরাঁকে অর্থদ- প্রদান করা হয়। পাশাপাশি, ভবিষ্যতে এই ধরনের অনিয়ম করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট রেস্তোরাঁ মালিকদের কঠোরভাবে সতর্ক করা হয়। অভিযানে জেলা পুলিশের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান হৃদয় বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণে জেলা প্রশাসনের এ ধরনের অভিযান ও মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।