স্টাফ রিপোর্টার ::
শাল্লায় কমরেড শ্রীকান্ত দাশের ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উদীচী শিল্পীগোষ্ঠী শাল্লা শাখার আয়োজনে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
শাল্লা উপজেলা উদীচী শিল্পী গোষ্ঠী’র সভাপতি অধ্যাপক তরুণ কান্তি দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রভাষক প্রীতেশ চন্দ্র দাশের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক সাধারণ সম্পাদক শিক্ষক চম্পা তালুকদার, গণসঙ্গীত বিষয়ক সম্পাদক ইন্দ্রজিৎ দাশ প্রমুখ। স্মরণসভায় উদীচী শিল্পী গোষ্ঠী’র কর্মীবৃন্দসহ সংস্কৃতিমনা ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।