ছাতকে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ১৫

আপলোড সময় : ২০-১১-২০২৫ ০৭:৪৭:০১ পূর্বাহ্ন , আপডেট সময় : ২০-১১-২০২৫ ০৭:৪৭:০১ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: ছাতকে আধিপত্য বিস্তার নিয়ে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) বেলা ১১টায় দুই গ্রামের তৈয়ব আলী ও চমক আলীর লোকজন বাগবিত-ার জেরে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয়পক্ষের ১৫ জন আহত হন। ছাতক থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতরা ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। ছাতক থানার ওসি শফিকুল ইসলাম খান জানান, দুই গ্রামের প্রভাবশালী চমক আলী ও তৈয়ব আলীর মধ্যে জায়গাজমি নিয়ে পূর্ব বিরোধ ছিল। বুধবার জায়গা জমি নিয়ে উভয়পক্ষের মধ্যে বাগবিতন্ডার এক পর্যায়ে উভয় গ্রামের লোকজন তাদের পক্ষে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ১৫ জন আহত হন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com