স্টাফ রিপোর্টার ::
বীর মুক্তিযোদ্ধা, শিল্পীসংগ্রামী ও কমিউনিস্ট আন্দোলনের অন্যতম অগ্রসৈনিক কমরেড শ্রীকান্ত দাশের ১৬তম প্রয়াণ দিবস উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় শহরের মুক্তারপাড়াস্থ সুনামকণ্ঠ কনফারেন্স রুমে সুনামকণ্ঠ সাহিত্য পরিষদ এই সভার আয়োজন করে।
স্মরণসভায় সভাপতিত্ব করেন সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সভাপতি প্রভাষক দুলাল মিয়া। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন প্রফেসর পরিমল কান্তি দে। বিশেষ আলোচক ছিলেন প্রফেসর সৈয়দ মহিবুল ইসলাম, লেখক ও গবেষক সুখেন্দু সেন এবং শাহজালাল মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এনামুল কবির।
সভায় সংগঠনের উপদেষ্টা ও দৈনিক সুনামকণ্ঠ’র সম্পাদক ও প্রকাশক বিজন সেন রায় কমরেড শ্রীকান্ত দাশের জীবনী নিয়ে প্রবন্ধ পাঠ করেন। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি শিক্ষক সাজাউর রহমান।
সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সাধারণ স¤পাদক শিক্ষক অনুপ তালুকদারের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও সংগঠনের সহ-সভাপতি আহমেদ নুর আলবাব, সরকারি সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুবল বিশ্বাস, গণিনগর ষোলগ্রাম উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শাহ মো. কামরুজ্জামান প্রমুখ।
বক্তারা বলেন, কমরেড শ্রীকান্ত দাশ জীবদ্দশায় নিজের দেহ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে দান করে এক অনন্য মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেন, যা সারাদেশে আলোড়ন সৃষ্টি করেছিল। দেশের উন্নয়ন, মানুষের কল্যাণ ও সামাজিক বৈষম্যের বিরুদ্ধে তিনি আমৃত্যু সংগ্রাম করেছেন। শিল্পীসংগ্রামী হিসেবে অসংখ্য গান ও কবিতা রচনা করেছেন যা প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করবে।
বক্তারা আরও বলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও কমরেড শ্রীকান্ত দাশ ছিলেন গভীর তাত্ত্বিক জ্ঞানের অধিকারী। তিনি সারাদেশে ঘুরে ঘুরে মানুষের কল্যাণে কাজ করেছেন, স্টেজে গান পরিবেশন করেছেন এবং জনগণের অধিকার আদায়ে লড়াই করেছেন। তার জীবনাদর্শ আজও প্রাসঙ্গিক এবং নতুন প্রজন্মের জন্য অনুকরণীয়।
স্মরণসভায় বক্তারা বলেন, শ্রীকান্ত দাশ জন্মের সাত দিন পর মাকে হারান এবং অল্প বয়সে গৃহহারা হয়ে মামার বাড়িতে বড় হন। সংগ্রামী জীবন, মানবিক গুণাবলি এবং সাধারণ মানুষের প্রতি অগাধ ভালোবাসা তাকে মানুষের হৃদয়ে অমর করে রেখেছে।
উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা শিল্পীসংগ্রামী কমরেড শ্রীকান্ত দাশ ১৯২৪ সালের ৫ জুলাই সুনামগঞ্জের শাল্লা উপজেলার আঙ্গারুয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা যোগেন্দ্র কুমার দাশ এবং মাতা জ্ঞানদায়িনী দাশ। তিনি ২০০৯ সালের ১৯ নভেম্বর ইহলোক ত্যাগ করেন।