স্টাফ রিপোর্টার::
আমরা সবাই ঐক্যবদ্ধ থাকলে দেশ ও দলের ক্ষতি কেউ করতে পারবে না বলে মন্তব্য করেছেন সুনামগঞ্জ ১ সুনামগঞ্জ-১ আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ও কেন্দ্রীয় কৃষকদের যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুল হক।
তিনি আরও বলেন,ব্যালটের মাধ্যমে ধানের শীষের বিজয় নিশ্চিত করে ষড়যন্ত্র কারীদের কঠিন জবাব দিতে হব। আমি কথা দিচ্ছি আপনাদের সবাইকে সাথে নিয়ে একসাথে কাজ করব।
ধানের শীষের বিজয়ের লক্ষ্যে সুনামগঞ্জ-১ নির্বাচনী এলাকার সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের শান্তিপুর বাজারে লিফলেট বিতরণ,গণসংযোগ ও পথসভায় তিনি এসব কথা বলেন।
তিনি জানান,অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করে,এগিয়ে যেতে হবে আমাদের কে। তারেক রহমান যাদের মনোনয়ন দিয়েছেন বুঝে শুনেই দিয়েছেন। তাই ধানের শীষের বিজয়ের লক্ষ্যে সবাইকে সকল বেদাবেদ ভুলে ঐক্য বদ্ধ ভাবে কাজ করার আহবান জানান।
উত্তর বড়দল ইউনিয়ন বিএনপি সভাপতি শফিকুল ইসলাম এর সভাপতিত্বে আনিসুল হক বলেন,বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অনেক আগেই বলেছেন,৩১ দফার কথা প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে, ৩১ দফাই দেশের কৃষক,শ্রমিক মেহনতী মানুষের অধিকার আদায়ের কথা সহ সকল বিষয়ের কথা বলা হয়েছে। সারা দেশের উন্নয়নের জন্য ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন,দলের ছায়াতলে আমরা সবাই ঐক্যবদ্ধ থেকে গত ১৭ বছর সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে রাজপথে থেকে সংগঠিত হয়ে জীবনবাজি রেখে আন্দোলন করেছি। সবাই ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে,কারন ষড়যন্ত্র কিন্তু এখনো শেষ হয়নি।
এসময় তাহিরপুর উপজেলা ও বড়দল উত্তর ইউনিয়নের বিএনপি সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।