জামালগঞ্জে ফাঁকা বাড়িতে লুটপাটের অভিযোগ

আপলোড সময় : ১৮-১১-২০২৫ ১২:২২:৫৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৮-১১-২০২৫ ০৯:১৬:২৪ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
জামালগঞ্জ উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের জলিলপুর গ্রামে একটি ফাঁকা বাড়িতে লুটপাট ও ভাঙচুরের অভিযোগ উঠেছে।
এই ঘটনায় সোমবার সকালে জয়দর আলী (৪২) বাদী হয়ে জামালগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ থেকে জানাযায়, বাদী মোঃ জয়দর আলী বর্তমানে ঢাকায় বসবাস করলেও তার বাড়ি তালাবদ্ধ অবস্থায় ছিল। গত ১৫ মে রাত প্রায় ১১টা ৩০ মিনিটে একই গ্রামের হায়দর আলী ও তার সহযোগীরা বাড়ির তালা ভেঙে ভেতরে প্রবেশ করে আনুমানিক ১ লাখ ৫০ হাজার টাকার মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ।
ঘটনার বিষয়ে বাদীকে জানায় স্থানীয় সাক্ষী আক্তার আলী। বাদী ফোনে বিষয়টি নিয়ে হায়দর আলীর সাথে কথা বলার চেষ্টা করলে অভিযুক্ত হায়দর আলী তাকে প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
গত ৮ জুন বাদী বাড়িতে এসে দেখতে পান, তার বাড়ির আসবাবপত্র ভাঙা এবং মূল্যবান জিনিসপত্র ও খাট চুরি করে নেওয়া হয়েছে। বর্তমানে বাদী ও তার পরিবার অভিযুক্তদের লাগাতার হুমকির কারণে আতঙ্কিত, ফলে তারা গ্রামের বাড়িতে থাকতে সাহস পাচ্ছেন না।

অভিযোগরে বিষয়ে হায়দর আলী জানান, সে ঘর তালা মেরে সপরিবারে ঢাকায় থাকেন। তার ঘরের তালা ভেঙে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে আমি জানিনা। কিন্তু সে এই দোষ আমার উপর চাপানোর চেষ্টা করছে।

এ ব্যাপারে জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, অভিযোগের ভিত্তিতে‎ তদন্ত করা হচ্ছে। দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com