সুনামকণ্ঠ ডেস্ক ::
যুক্তরাষ্ট্রের অর্থ দপ্তরের সহকারী আন্ডর সেক্রেটারি ব্রেন্ট নেইম্যানের নেতৃত্বে উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল তিন দিনের সফরে আজ শনিবার (১৪ সেপ্টেম্বর) ঢাকায় আসছে। এই সফরে থাকছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এবং বহুল আলোচিত কূটনীতিক ডোলাল্ড লু। ছাত্র-জনতার অভ্যুত্থানের পর পরবর্তী বংলাদেশের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক জোরদারের পথ ও কর্মপন্থা নিয়ে আলোচনা গুরুত্ব পাবে।
এদিকে ডোনাল্ড লু ঢাকা সফরের আগে দিল্লি হয়ে আসায় আলোচনা নতুন দিক যুক্ত হয়েছে। ধারণা করা হচ্ছে, লু’র ভারত সফরে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি তথা বাংলাদেশ প্রসঙ্গ আলোচনায় আসবে। কারণ ইতোমধ্যে বাংলাদেশে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে টেলিফোনে বাংলাদেশ বিষয়ে কথা বলেছেন।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এটাই হবে যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের প্রথম সফর। অবশ্য ইউনূস সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই যুক্তরাষ্ট্র এই সরকারকে সহযোগিতার বার্তা পাঠিয়েছে। এই সরকারের সঙ্গে কাজ করার আগ্রহও প্রকাশ করেছে।