ডাচ্-বাংলা ব্যাংকের অর্থায়নে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

আপলোড সময় : ১৩-১১-২০২৫ ০৮:৪৯:৩৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৩-১১-২০২৫ ০৮:৪৯:৩৬ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: ডাচ্-বাংলা ব্যাংকের ‘দৃষ্টি প্রকল্পের’ আওতায় দরিদ্র চক্ষু রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ছানি অপারেশনের উদ্যোগ গ্রহণ করেছে ভার্ড চক্ষু হাসপাতাল, সুনামগঞ্জ। এরই ধারাবাহিকতায় বুধবার (১২ নভেম্বর) সুনামগঞ্জ সদর উপজেলার দ্বীনি সিনিয়র ফাজিল (ডিগ্রি) মডেল মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত চক্ষু চিকিৎসা ক্যা¤েপ মোট ৯২ জন রোগীকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয় এবং ২৫ জন ছানি রোগীকে বিনামূল্যে অপারেশনের জন্য বাছাই করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আলী নূর এবং সঞ্চালনা করেন ভার্ড চক্ষু হাসপাতালের ম্যানেজার (এএফও) মো. নূর হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পের উদ্বোধন করেন ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি সুনামগঞ্জ শাখার উপ-ব্যবস্থাপক সুজন পুরকায়স্থ। তিনি বলেন, ডাচ্-বাংলা ব্যাংক শুধু ব্যাংকিং কার্যক্রমেই নয়, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াতেও প্রতিশ্রুতিবদ্ধ। ছানি রোগীদের চিকিৎসা, দরিদ্র শিক্ষার্থীদের মেধাবৃত্তি ও নানা মানবসেবামূলক কাজের মাধ্যমে ব্যাংকটি সারাদেশে কাজ করছে। এ সময় উপস্থিত ছিলেন ভার্ড চক্ষু হাসপাতালের চিকিৎসক ডা. মো. মাহফুজুল হাসান, হাসপাতালের মেডিকেল টিম, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষকবৃন্দ। অতিথিরা ভার্ড চক্ষু হাসপাতালের সেবার মানে সন্তোষ প্রকাশ করেন এবং ডাচ্-বাংলা ব্যাংকের মানবিক উদ্যোগের প্রশংসা করেন। ক্যা¥্প সকাল ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত রোগীদের বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com