জামালগঞ্জে ‘শক রেসপন্সিভ সোশ্যাল প্রোটেকশন’ প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত

আপলোড সময় : ১৩-১১-২০২৫ ০৮:৪১:৩০ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৩-১১-২০২৫ ০৮:৪৩:৫১ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
জামালগঞ্জ উপজেলায় ‘শক রেসপন্সিভ সোশ্যাল প্রোটেকশন (এসআরএসপি)’ প্রকল্পের আওতায় ও বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)-এর সহযোগিতায় “বন্যা পূর্বাভাসভিত্তিক আগাম সাড়াদান ও সতর্কীকরণ বার্তা প্রদান” বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে বাস্তবায়নকারী সংস্থা সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ (সিএনআরএস)-এর আয়োজনে উপজেলার উত্তর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা শক রেসপন্সিভ সোশ্যাল প্রোটেকশন প্রকল্পের সমন্বয়কারী জসিম উদ্দিন তালুকদারের সভাপতিত্বে এবং ফিল্ড ফ্যাসিলিটেটর সীতেশ মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. হানিফ মিয়া। এসময় উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন, মসজিদের ইমাম মাওলানা জালাল উদ্দীন, লম্বাবাঁক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শওকত হোসেন, শিক্ষক নিশেন্দু গোস্বামী, সমাজকর্মী নূরুল হক, প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিটেটর কামরুল ইসলাম আলমগীর, মনিটরিং অ্যাসিস্ট্যান্ট ফ্রু ফ্রু দিনসহ ইউনিয়ন পরিষদের সদস্য, গ্রামীণ নারী প্রতিনিধি ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
এসময় বক্তারা বলেন, দুর্যোগের আগাম পূর্বাভাস ও সময়মতো সামাজিক সুরক্ষা সহায়তা নিশ্চিত করা গেলে হাওরাঞ্চলের ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর ক্ষয়ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব। স্থানীয় পর্যায়ে দ্রুত সাড়া দেওয়ার সক্ষমতা বৃদ্ধির ওপরও তারা গুরুত্বারোপ করেন।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com