স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জে উচ্ছেদ অভিযানে পুরোপুরি দখলমুক্ত হয়েছে ফল বাজারসহ পৌর শহরের অন্যান্য ফুটপাত এলাকাও। ফুটপাতের জনচলাচল সড়ক ঝামেলামুক্ত হয়েছে। এতে নির্বিঘেœ চলাচল করে পারছেন পথচারীরা। যানবাহন চলাচলেও শহর যানজটমুক্ত হয়েছে অনেকটা। মঙ্গলবার থেকে শুরু হওয়া উচ্ছেদ অভিযানের অংশ হিসাবে বুধবার দুপুরে ট্রাফিক পয়েন্ট এলাকায় উচ্ছেদ অভিযান শুরু হয়। তখন উচ্ছেদ অভিযান পরিচালনায় দায়িত্বশীলরা বাধার সম্মুখিন হন সংক্ষুব্ধ ব্যবসায়ীদের। পরে বৃহ¯পতিবার যৌথবাহিনীসহ উচ্ছেদ অভিযান পরিচালনার সিদ্ধান্ত হয়। কিন্তু ব্যবসায়ীরা প্রশাসনের এই উদ্যোগকে সম্মান জানিয়ে নিজ নিজ দায়িত্বে ফলের দোকানসহ ফুটপাতের অন্যান্য স্থায়ী ও অস্থায়ী অবৈধ দোকানপাট অপসারণ করেন। পরে বৃহ¯পতিবার আর উচ্ছেদ অভিযান পরিচালনা হয়নি।
উচ্ছেদ অভিযানে প্রধান ডাকঘরের সামনা, ট্রাফিক পয়েন্টের আশপাশ এলাকা, জগন্নাথবাড়ি, থানার সামনে, পৌর মার্কেটের আশপাশ এলাকা, কালীবাড়ি পয়েন্ট ও পুরাতন বাস-স্টেশনসহ বিভিন্ন স্থানের ফুটপাত এখন অনেকটাই ঝামেলামুক্ত দৃশ্যমান হয়েছে।
শহরের ফুটপাত ঝামেলামুক্ত রাখতে অবৈধ দোকানপাট উচ্ছেদে অভিযান অব্যাহত থাকবে বলে বুধবার সুনামগঞ্জ পৌরসভার দায়িত্বপ্রাপ্ত ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রেজাউল করিম জানিয়েছেন।