ফেনিবিল সমাজকল্যাণ যুব সংঘের উদ্যোগে ফ্রি ডেন্টাল ক্যাম্প

আপলোড সময় : ১০-১১-২০২৫ ১২:০৬:২৫ অপরাহ্ন , আপডেট সময় : ১০-১১-২০২৫ ১২:২৪:২৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের ফেনিবিল আশরাফুল মাদারিশ মাদ্রাসা মাঠে ফেনিবিল সমাজকল্যাণ যুব সংঘের উদ্যোগে রবিবার দিনব্যাপী ফ্রি ডেন্টাল ক্যা¤প ও ডেন্টাল হেলথ এডুকেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পে ময়মনসিংহ মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ও ডেন্টাল এনাটমি বিভাগের প্রধান ডা. শাকূর মাহমুদ, ডা. মো. জাহাঙ্গীর কবির এবং ডা. সবুর খাঁন প্রায় তিন শতাধিক রোগীকে বিনামূল্যে দন্ত চিকিৎসা ও পরামর্শ প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন ফেনিবিল সমাজকল্যাণ যুব সংঘের উপদেষ্টা মো. শফিকুর রহমান মধু মিয়া, মোহাম্মদ ইসমাইল হোসেন, মো. শাহজাহান, শারফিন মিয়া, আবুল কালাম আজাদ প্রমুখ। অনুষ্ঠানে স্পন্সর প্রতিষ্ঠান মেডিপ্লস টুথপেস্ট কোম্পানির প্রতিনিধিদের উপস্থিতিতে চিকিৎসকগণকে সম্মাননা স্মারক ও ধন্যবাদ জ্ঞাপন করেন সংগঠনের সভাপতি ও জেলা যুব প্রতিনিধি মো. শাহ আলম এবং সাধারণ সম্পাদক মোশারফ হোসেন।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com