দিরাই প্রতিনিধি ::
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দিরাইয়ে সাবেক সংসদ সদস্য, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নাছির উদ্দীন চৌধুরীর ছোটভাই, উপজেলা বিএনপির সদস্য সচিব মঈন উদ্দিন চৌধুরী মাসুকের নেতৃত্বে বিশাল মিছিল ও সমাবেশ হয়েছে। শনিবার দুপুরে দিরাই পৌর শহরের থানা রোডের বিএনপির কার্যালয়ের থেকে মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করেন তারা।
সমাবেশে মঈন উদ্দিন চৌধুরী মাসুক, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলামসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এর আগে সকাল থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতা কর্মীরা মিছিল সহকারে দলীয় কার্যালয়ের সামনে জমায়েত হন।
সমাবেশে বক্তারা বলেন, জননেতা নাছির উদ্দীন চৌধুরী দিরাই-শাল্লার আপামর জনতার নেতা, তিনি কোনো ব্যক্তি বা দলের নেতা নন, দিরাই শাল্লায় নাছির উদ্দীন চৌধুরীর হাজার হাজার নেতা কর্মী রয়েছেন। নাছির উদ্দীন চৌধুরীর সাথে কারো তুলনা হয় না। আমরা কিছু দিন ধরে লক্ষ করছি কিছু কুচক্রীও সুবিধাবাদী মহল আমাদের নেতাকে কুক্ষিগত করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। নেতার নাম ব্যবহার করে তারা আমাদের মাঝে বিভেদ সৃষ্টি করতে চায়। আমরা নাছির চৌধুরীর নেতৃত্বে ঐক্যবদ্ধ। যারা আজীবন নাছির চৌধুরীর বিরুদ্ধে ছিলেন তারা এখন নাছির চৌধুরীর জন্য মায়া কান্না দেখান। তাদেরকে দিরাইবাসী চিনেন। ওই সব কুচক্রীদের ষড়যন্ত্রের উপযুক্ত জবাব দেওয়া হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন বিএনপিতে কোনো দুর্নীতিবাজদের ঠাঁই দেওয়া হবে না।