সুনামকণ্ঠ ডেস্ক ::
সিলেটে সিএনজিচালিত অটোরিকশাচালক ও ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহ¯পতিবার (১২ সেপ্টেম্বর) দেড়টার দিকে নগরীর সিটি সুপার মার্কেটের ব্যবসায়ী ও অটোরিকশাচালকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। বেলা তিনটায় পর্যন্ত কয়েক দফায় দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ চলছে। এ ঘটনায় বন্দরবাজার এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এদিকে, সংঘর্ষে দু’পক্ষের বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়াও কয়েকটি সিএনজিচালিত অটোরিকশা ও একটি প্রাইভেটকার ভাঙচুর করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিএনজিচালিত অটোরিকশা পার্কিং করাকে কেন্দ্র করে সিটি সুপার মার্কেটের ব্যবসায়ীর সঙ্গে অটোচালকের বাকবিত-া হয়। এসময় অন্য ব্যবসায়ী ও চালকরা এগিয়ে এলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরে ব্যবসায়ীরা বেশ কিছু অটোরিকশা ভাঙচুর করেন। এক পর্যায়ে ব্যবসায়ীদের ধাওয়ায় চালকরা কিছুটা পিছু হটেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। তবে দু’পেক্ষের লোকজন এখনও মুখোমুখি অবস্থানে রয়েছে।
এদিকে এ ঘটনার পর বন্দরবাজারসহ বেশ কয়েকটি পয়েন্ট সিএনজিচালিত অটোরিকশার চালকরা রাস্তার মাঝখানে অটোরিকশা রেখে সড়কে যানচলাচল বন্ধ করে দেন। পরে সেনাবাহিনীর টহল দল গিয়ে অটোরিকশা সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।
সিলেট জেলা সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি জাকারিয়া আহমদ বলেন, একজন অটোরিকশাচালক সিটি সুপার মার্কেটের সামনে গাড়ি পার্কিং করায় ব্যবসায়ীরা মারধর করেন। এতে ওই শ্রমিকের মাথা ফেটে যায়। এ সময় অন্য শ্রমিকরা প্রতিবাদ করতে গেলে মার্কেটের ব্যবসায়ীরা চালকদের উপর হামলা চালান। এসময় অন্তত ৩০-৩৫টি গাড়ি ভাঙচুর করা হয়েছে। এতে ৩০-৪০ জন শ্রমিক আহত হয়েছেন। আহতরা সিলেট এমএজি ওসামানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানান তিনি।
এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, অটোরিকশা চালক ও ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। কয়েকজন আহত হয়েছেন। বেশ কয়েকটি অটোরিকশা ভাঙচুর করা হয়েছে। বিষয়টি সমাধানে দু’পক্ষকে নিয়ে আলোচনা চলছে।