দিরাই প্রতিনিধি ::
দিরাইয়ে যুবলীগ নেতা বিজিত লাল দাসের বিরুদ্ধে মানববন্ধন হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার কুলঞ্জ ইউনিয়নের ধীতপুর গ্রামবাসীর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ধীতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে, গ্রামের সালিশ ব্যক্তিত্ব সূর্য সুন্দর দাসের সভাপতিত্বে ও বিদ্যুৎ দাসের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন চিকিৎসক গোপেশ চন্দ্র দাস, ইন্দ্রজিত চক্রবর্তী, বিষ্ণুপদ দাস, নিকুঞ্জ দাস, নকুল দাস, গংগেশ দাস, মহারাজ দাসসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, বিজিত লাল দাস ছাত্রজীবনে সিলেটে ছাত্রলীগের রাজনীতি করেছেন, আওয়ামী লীগের ছত্রছায়ায় ছাত্রজীবন থেকেই বিতর্কিত কার্যকলাপে জড়িত। ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর নিজেকে রক্ষায় গ্রামে এসেছেন। এখন গ্রাম্য আধিপত্য বিস্তারে নিজ বলয় সৃষ্টি করে তাদের দিয়ে বিভিন্ন অপকর্মে করে যাচ্ছেন। বিজিত ও তার লোকজনের অত্যাচার থেকে খেয়া নৌকার মাঝিও রেহাই পায়নি। পারিবারিক রাস্তার জায়গা সংক্রান্ত বিষয়ে এলাকার সালিশ ব্যক্তি ও প্রশাসনের রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে উল্টো সালিশ ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেছে। গ্রামবাসী বিজিত লাল দাসের অত্যাচার থেকে মুক্তি পেতে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
অভিযোগের বিষয়ে জানতে বিজিত লাল দাসের সাথে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।