আন্তর্জাতিক সংস্থা অক্সফামের তথ্য

জলবায়ুর প্রভাবে ১৯ জেলায় দশ মাসে শতকোটি টাকার ক্ষতি

আপলোড সময় : ০৬-১১-২০২৫ ০৮:২২:১৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৬-১১-২০২৫ ০৮:২৪:১২ পূর্বাহ্ন
সুনামগঞ্জ, কক্সবাজার, কুড়িগ্রাম ও সাতক্ষীরা সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলা।
সুনামকন্ঠ ডেস্ক::

বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের কারণে ২০২৩ সালের জুন থেকে ২০২৪ সালের মার্চ পর্যন্ত ১৯টি জেলায় প্রায় ১ দশমিক ৩৫ বিলিয়ন টাকা (প্রায় ১১ মিলিয়ন ডলার) ক্ষতি হয়েছে। এই তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংস্থা অক্সফাম। বুধবার (৫ নভেম্বর) রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে ‘লস অ্যান্ড ড্যামেজ ড্যাশবোর্ড ফর ক্লাইমেট ইক্যুইটি’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ করে অক্সফাম। সুইডিশ উন্নয়ন সংস্থা সিডা, অক্সফাম অস্ট্রেলিয়া ও নোভিব এই উদ্যোগে সহায়তা দিয়েছে। অক্সফামের তৈরি এই ‘লস অ্যান্ড ড্যামেজ ড্যাশবোর্ড’ একটি ডিজিটাল প্ল্যাটফর্ম, যেখানে স্থানীয় মানুষ জলবায়ু-জনিত ক্ষতির তথ্য সরাসরি দিতে পারেন। ১০ মাসের পাইলট প্রকল্পে ১১ হাজার ৫০০টির বেশি ক্ষতির ঘটনা রেকর্ড হয়। গড়ে প্রতিজন ক্ষতিগ্রস্তের ক্ষতির পরিমাণ ১ লাখ ১৭ হাজার টাকা, যা একজন গড় শ্রমিকের প্রায় ১৫ মাসের আয়ের সমান। অক্সফামের কান্ট্রি ডিরেক্টর আশীষ দামলে বলেন, “এই ড্যাশবোর্ড মানুষ ও নীতিনির্ধারকদের মধ্যে সেতুবন্ধন তৈরি করবে। স্থানীয় অভিজ্ঞতাকে বৈজ্ঞানিক প্রমাণে রূপান্তর করেই আমরা সত্যিকারের জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে পারব।” সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস বলেন, “এটি দেখায় কীভাবে স্থানীয় জ্ঞান ও বৈজ্ঞানিক তথ্য একসাথে কাজ করে বৈশ্বিক পরিবর্তন আনতে পারে।” প্রতিবেদনে দেখা যায়, কক্সবাজার, কুড়িগ্রাম, সাতক্ষীরা ও সুনামগঞ্জ সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলা। লিঙ্গভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, পুরুষরা বেশি আর্থিক ক্ষতির কথা জানালেও নারীরা বেশি স্বাস্থ্য ও জীবিকা-সংক্রান্ত ক্ষতির শিকার হয়েছেন। অক্সফামের মতে, বাংলাদেশ প্রতিবছর জলবায়ুজনিত দুর্যোগে জিডিপির ১-২ শতাংশ পর্যন্ত ক্ষতি সহ্য করছে, যা বছরে প্রায় ৩ বিলিয়ন ডলার। অন্যদিকে, বাস্তব ক্ষতির হিসাব আরও বেশি হতে পারে - কারণ অনেক ধীরগতির বিপর্যয় যেমন লবণাক্ততা বৃদ্ধি বা সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়া, এই হিসাবের বাইরে থাকে। এই নতুন ড্যাশবোর্ডের মাধ্যমে স্থানীয় মানুষ নিজেরাই ক্ষতির তথ্য নথিবদ্ধ করতে পারবেন, যা ভবিষ্যতে সরকার ও আন্তর্জাতিক মহলে জবাবদিহি ও ন্যায্য ক্ষতিপূরণ দাবি করতে সহায়তা করবে।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com