ডাচ্-বাংলা ব্যাংকের অর্থায়নে দরিদ্র রোগীদের বিনামূল্যে চোখের ছানি অপারেশন

আপলোড সময় : ০৫-১১-২০২৫ ০৭:৪৮:৫১ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৫-১১-২০২৫ ০৭:৪৮:৫১ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: ডাচ্-বাংলা ব্যাংকের অর্থায়নে পরিচালিত ‘দৃষ্টি’ প্রকল্পের মাধ্যমে দরিদ্র মানুষের বিনামূল্যে ছানি অপারেশনসহ সাধারণ চক্ষু রোগের চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। এই কার্যক্রমের অংশ হিসেবে মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত জামালগঞ্জ উপজেলার নয়া হালট এলাকার দারুল হুদা হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে এক ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা অসহায় ও দুস্থ রোগীদের চিকিৎসা সেবা প্রদান করা হয়। ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি সুনামগঞ্জ শাখার উপ-ব্যবস্থাপক সুজন পুকায়স্থ। তিনি বলেন, সুনামগঞ্জের কৃতী সন্তান, ডাচ্-বাংলা ব্যাংকের এমডি ও সিইও আবুল কাশেম মোহাম্মদ শিরিনের উদ্যোগে ব্যাংকের অর্থায়নে সারাদেশের মতো সুনামগঞ্জেও দরিদ্র জনগোষ্ঠী বিনামূল্যে চোখের ছানি অপারেশনের সুযোগ পাচ্ছে। এছাড়াও ডাচ্-বাংলা ব্যাংকের সহযোগিতায় দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান অব্যাহত রয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জনতা চক্ষু হাসপাতালের এমডি মো. মশিউর রহমান, পরিচালক মুহাইমিনুল হক সায়েক ও মেডিকেল অফিসার ডা. ওবায়দুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দারুল হুদা হাফিজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক মো. মহসিন কবির। ক্যাম্পে বাছাইকৃত ছানি রোগীদের উন্নত প্রযুক্তির কৃত্রিম লেন্স সংযোজনসহ ফ্যাকো সার্জনের মাধ্যমে অপারেশন করা হবে। ক্যাম্পে চোখে ছানি পড়া ৩৫ জনসহ মোট ৭৮ জন রোগী বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়েছেন। ডাচ্-বাংলা ব্যাংক ও জনতা চক্ষু হাসপাতালের এই উদ্যোগে স্থানীয় জনসাধারণ সন্তোষ প্রকাশ করেছেন।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com